বেহালায় সৌরভের বাড়িতে আমন্ত্রিত অতিথি সচিন, ডিনারের ছবি পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার

সেইসময় কলকাতায় সফরকালে এক সন্ধ্যায় বেহালার বীরেন রায় রোডে সৌরভের বাড়িতে আমন্ত্রিত অতিথি ছিলেন সচিন।

Updated By: May 15, 2020, 02:24 PM IST
বেহালায় সৌরভের বাড়িতে আমন্ত্রিত অতিথি সচিন, ডিনারের ছবি পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার

নিজস্ব প্রতিবেদন:  সচিন-সৌরভ। ভারতীয় ক্রিকেটে দুইজনের পার্টনারশিপ কারোর অজানা নয়। খেলোয়াড়ি জীবনে বাইশ গজে যেমন অটুট ছিল, আজও বন্ধুত্ব তেমনই অটুট রয়েছে। অনূর্দ্ধ-১৫ বয়সভিত্তিক ক্রিকেট থেকে এই দুই তারকার একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল। বাইশ গজে তা শেষ হয় ওয়ান ডে ক্রিকেটে ১৭৬ টি  পার্টনারশিপ এবং ৮২২৭ রানে। সময়ের সঙ্গে সঙ্গে বাইশ গজে তাঁদের পার্টনারশিপে ইতি পড়লেও বাইশ গজের  বাইরে সচিন-সৌরভের পার্টনারশিপ আজও অটুট। তারই প্রমাণ মিলল ইনস্টাগ্রামে সচিন একটি পুরোনো ছবি পোস্ট করাতে।

সচিন-সৌরভ দুজনেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে এখন বেশ সক্রিয়। মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করে দু'জন দু'জনের দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার স্মৃতির সরণি বেয়ে সচিন ফিরে যান কেরিয়ার শুরুর প্রথমদিকে। যখন ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে সচিন-সৌরভের একদিনের ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ। সেইসময় কলকাতায় সফরকালে এক সন্ধ্যায় বেহালার বীরেন রায় রোডে সৌরভের বাড়িতে আমন্ত্রিত অতিথি ছিলেন সচিন। সেইদিনের ডিনারের এক দুর্লভ ছবি সচিন শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।

 
 
 
 

 

 

 
 
 
 
 
 
 
 

Throwback to a fun evening spent at Dadi’s home. Relished the food & warm hospitality. Hope your mother is doing well, my best wishes to her. #throwbackthursday

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

ছবিতে দেখা যাচ্ছে একসাথে বসে রাতের খাবার খাচ্ছেন সচিন-সৌরভ। পিছনে সমস্ত বিষয়টি তদারকি করছেন সৌরভের মা নিরুপা গাঙ্গুলি। সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে সচিন  লিখেছেন, "দাদির বাড়িতে কাটানো একটা মজার সন্ধ্যে ফিরে দেখা। উষ্ণ আতিথেয়তার সাথে সুস্বাদু সব খাবার। আশা করি তোমার মা ভালো আছেন। ওনাকে আমার প্রণাম।"

লিটল মাস্টারের এই পোস্ট মন কেড়েছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। দিন দুয়েক আগে আইসিসি সচিন-সৌরভের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। যার লাইক আর মতামত ছিল মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।

আরও পড়ুন - লাল-হলুদে ফিরলেন রফিক, মাঝমাঠে শক্তি বাড়াতে দলে লিংডো

.