'ভগবানের নিজের দেশ' এখন ক্রিকেট ভগবানের নতুন ঠিকানা
কেরালার কোচিতে নতুন বাড়ি কিনতে চলেছেন সচিন তেন্ডুলকর। কোচির কুন্দননুরে নতুন প্রিমিয়াম লাক্সারি ভিলায় নিজের ঠিকানা বানাতে চলেছেন মাস্টার ব্লাস্টার। দক্ষিণ ভারতে এটাই হবে সচিনের প্রথম বাসভবন হতে চলেছে।
ওয়েব ডেস্ক: কেরালার কোচিতে নতুন বাড়ি কিনতে চলেছেন সচিন তেন্ডুলকর। কোচির কুন্দননুরে নতুন প্রিমিয়াম লাক্সারি ভিলায় নিজের ঠিকানা বানাতে চলেছেন মাস্টার ব্লাস্টার। দক্ষিণ ভারতে এটাই হবে সচিনের প্রথম বাসভবন হতে চলেছে।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেরালাই সচিনের কার্যত সেকেন্ড হোম হয়ে দাঁড়িয়েছে। আইএসএল-এ কেরালা ব্লাস্টার্স দলের মালিকানা কেনার পর ভগবানের নিজের দেশ হিসেবে পরিচিত কোচিতে অনেক সময় কাটিয়য়েছেন সচিন। বারবার কোচিতে আসা যাওয়া করতে হবে বলে সচিন সিদ্ধান্ত নেন কেরলে ঘর কেনার। কুন্দনুরের প্রাইম মেরিদিয়ানে যে ভিলাটা সচিন কিনছেন সেটা অপূর্ব বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। এই লাক্সারি ভিলা তৈরির কাজ ক দিন আগেই শেষ হয়।
আগামী শুক্রবার সচিন কোচিতে যাচ্ছেন এক বিজ্ঞাপনী সংস্থার অনুষ্ঠানে। এই অনুষ্ঠান সেরে শনিবার নিজের বাড়ি দেখতে যাবেন মাস্টার ব্লাস্টার।
(কেরলকে 'ভগবানের নিজের দেশ' বা Gods own country বলে কারণ হিন্দু পুরাণ মতে কেরালা তৈরি করেন ভগবানের অপর অবতার পরশুরাম।)