টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামছেন সচিন
আঙুলের চোট সারিয়ে অনুশীলন শুরু করলেন সচিন তেন্ডুলকর। শুক্রবার তিনি জিমে যান। এরপর শনিবার ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে বল ছোঁড়া অনুশীলন করেন।
অবশেষে সোমবার বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারেন তিনি।
আঙুলের চোট সারিয়ে অনুশীলন শুরু করলেন সচিন তেন্ডুলকর। শুক্রবার তিনি জিমে যান। এরপর শনিবার ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে বল ছোঁড়া অনুশীলন করেন। ফিজিক্যাল ট্রেনার জানিয়েছেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট সচিন এই অনুশীলন করেন। বল ছোঁড়ার ক্ষেত্রে সচিনের কোন সমস্যা হচ্ছে না বলেও তিনি জানিয়েছেন। রবিবার থেকে সচিন নেট প্র্যাকটিস করেন। বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সচিন আঙুলে চোট পান। তাঁর আঙুলে রক্ত জমে গিয়েছিল। এই চোটের জন্য সচিন দশদিন মাঠের বাইরে ছিলেন।