অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল

অলিম্পিকের আগে ট্রফি খরা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন সাইনা নেহওয়াল। চিনের সান ইউকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন ভারতের এক নম্বর শাটলার। এই নিয়ে টানা পাঁচবার সানকে হারালেন সাইনা। তবে ম্যাচ জিততে যথেষ্ট বেগ পেতে হয় সপ্তম বাছাই সাইনাকে। প্রথম গেম হেরে যাওয়ার পর মনে হচ্ছিল ট্রফি খরা অব্যাহত থাকবে সাইনার।

Updated By: Jun 12, 2016, 08:51 PM IST
 অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল

ওয়েব ডেস্ক: অলিম্পিকের আগে ট্রফি খরা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন সাইনা নেহওয়াল। চিনের সান ইউকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ চ্যাম্পিয়ন হলেন ভারতের এক নম্বর শাটলার। এই নিয়ে টানা পাঁচবার সানকে হারালেন সাইনা। তবে ম্যাচ জিততে যথেষ্ট বেগ পেতে হয় সপ্তম বাছাই সাইনাকে। প্রথম গেম হেরে যাওয়ার পর মনে হচ্ছিল ট্রফি খরা অব্যাহত থাকবে সাইনার।

কিন্তু পরপর দুটি গেম জিতে খেতাব হাতে তুলে নিলেন তিনি। এগারো-একুশ, একুশ-চোদ্দ, একুশ-উনিশ ফলে ম্যাচ জিতে নেন সাইনা। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাইনা। দুহাজার চোদ্দ সালেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। চলতি মরশুমে এটাই সাইনার প্রথম খেতাব।

.