৪ বছরে ৪ পদক, ব্রোঞ্জের হ্যাটট্রিক, সাক্ষী দেশকে উৎসর্গ করলেন অলিম্পিক পদক
২০১৩ জোহানেসবার্গে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ৬৩ কেজির কুস্তি ইভেন্টে প্রথম বিশ্বখ্যাতি, ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাক্ষী মালিক। এরপর ২০১৪, কমনওয়েলথ গেমস, গ্লাসগো, ৫৮ কেজির ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে জিতলেন রূপো। এরপর ২০১৫, দোহাতে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ৬০ কেজির কুস্তি ইভেন্টে আরও এক পদক। ব্রোঞ্জ। এবার, রিও অলিম্পিক। 'বিগেস্ট শো অব দ্য ইউনিভার্স'- অলিম্পিকের মঞ্চে ব্রোঞ্জ জিতলেন ২৩ বছর বয়সী কুস্তিগির সাক্ষী মালিক। ২০১৬ রিও অলিম্পিকে ভারত পেল তার প্রথম পদক। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের মঞ্চে পদক জিতলেন সাক্ষী মালিক। এটাই ইতিহাস। এটাই গর্ব। আর এই জয়, এই পদক, সমস্ত কিছুই নিজের দেশকে উৎসর্গ করলেন হরিয়ানা কন্যা।
ওয়েব ডেস্ক: ২০১৩ জোহানেসবার্গে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ৬৩ কেজির কুস্তি ইভেন্টে প্রথম বিশ্বখ্যাতি, ব্রোঞ্জ পদক জিতেছিলেন সাক্ষী মালিক। এরপর ২০১৪, কমনওয়েলথ গেমস, গ্লাসগো, ৫৮ কেজির ফ্রি স্টাইল কুস্তি ইভেন্টে জিতলেন রূপো। এরপর ২০১৫, দোহাতে আয়োজিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ৬০ কেজির কুস্তি ইভেন্টে আরও এক পদক। ব্রোঞ্জ। এবার, রিও অলিম্পিক। 'বিগেস্ট শো অব দ্য ইউনিভার্স'- অলিম্পিকের মঞ্চে ব্রোঞ্জ জিতলেন ২৩ বছর বয়সী কুস্তিগির সাক্ষী মালিক। ২০১৬ রিও অলিম্পিকে ভারত পেল তার প্রথম পদক। ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের মঞ্চে পদক জিতলেন সাক্ষী মালিক। এটাই ইতিহাস। এটাই গর্ব। আর এই জয়, এই পদক, সমস্ত কিছুই নিজের দেশকে উৎসর্গ করলেন হরিয়ানা কন্যা।
A huge thank you to everyone for their support and constant encouragement! #JaiHind #JeetoRio pic.twitter.com/1WXdfYpOm6
— Sakshi Malik (@SakshiMalik) August 18, 2016