কানাডায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়সূর্যর! ভুয়ো খবর নিজেই ওড়ালেন সনত
রবিবার রাত থেকে এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সহ বেশ কয়েকজন ক্রিকেটার।
নিজস্ব প্রতিবেদন : কানাডার রাজধানী টরেন্টোয় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক সনত জয়সূর্যর। রবিবার রাত থেকে এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সহ বেশ কয়েকজন ক্রিকেটার। এমনকী ঘটনার সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগে যান সকলেই। শেষপর্যন্ত সকলকে আশ্বস্ত করলেন সনত জয়সূর্য নিজেই। জানিয়েছেন তিনি শ্রীলঙ্কায় সুস্থ অবস্থাতেই রয়েছেন।
কানাডায় এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়সূর্যের। রবিবার রাতে এই খবর সামনে আসে।
Rip Sanath Jayasuriya!
You were the reason for us to watch a transforming aggressive cricket. https://t.co/DR9bJObbkx
— Anuraag Srivastav (@iamanurag) May 27, 2019
এমন খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে। সোমবার সকালে ভারতীয় স্পিনার অশ্বিন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টুইট করেন।
Is the news on Sanath Jayasuriya true?? I got a news update on what's app but see nothing here on Twitter!!
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019
এমনকী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জয়সূর্যর মৃত্যুর খবর পৌঁছে যায় দ্বীপরাষ্ট্রে তাঁর পরিবারের কাছেও। এরপর একপ্রকার বাধ্য হয়েই আসরে নামেন জয়সূর্য নিজেই।
Please disregard fake news by malicious websites regarding my health and well being.
I am in Srilanka and have not visited Canada recently.Please avoid sharing fake news.— Sanath Jayasuriya (@Sanath07) May 21, 2019
সব গুজব উড়িয়ে দিয়ে তিনি টুইট করেন, "রাত থেকে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে, তা আমার পরিবারকে অস্বস্তিতে রেখেছে। আপনাদের কাছে অনুরোধ এমন খবর এড়িয়ে চলুন। সাম্প্রতিককালে আমি কানাডা যাইনি। আমি শ্রীলঙ্কাতেই রয়েছি এবং একেবারে সুস্থ রয়েছি।"
আরও পড়ুন - ICC World Cup 2019: বিরাটদের বিশ্বকাপের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী