এশিয়ান গেমসের মিক্সড ডবলসে সোনা সানিয়া-মিনেনি জুটির, সোনা জিতলেন সীমা পুনিয়া

নিঃসন্দেহে জীবনের সেরা বছরে রয়েছেন সানিয়া মির্জা। ইউ এস ওপেন মিক্সড ডবলস জেতার পর এবার সকেথ মিনেনির সঙ্গে জুটি বেঁধে এশিয়ান গেমসেও সোনা জিতলেন সানিয়া মির্জা। অন্যদিকে, এ দিন ডিসকাসে সোনা জিতেছেন সীমা পুনিয়া। দুই জয়ের ফলে দশম দিনের শেষে পদক তালিকায় নবম স্থানে রইল ভারত।

Updated By: Sep 29, 2014, 10:47 PM IST
এশিয়ান গেমসের মিক্সড ডবলসে সোনা সানিয়া-মিনেনি জুটির, সোনা জিতলেন সীমা পুনিয়া

ওয়েব ডেস্ক: নিঃসন্দেহে জীবনের সেরা বছরে রয়েছেন সানিয়া মির্জা। ইউ এস ওপেন মিক্সড ডবলস জেতার পর এবার সকেথ মিনেনির সঙ্গে জুটি বেঁধে এশিয়ান গেমসেও সোনা জিতলেন সানিয়া মির্জা। অন্যদিকে, এ দিন ডিসকাসে সোনা জিতেছেন সীমা পুনিয়া। দুই জয়ের ফলে দশম দিনের শেষে পদক তালিকায় নবম স্থানে রইল ভারত।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সপ্তদশ এশিয়ান গেমসের ফাইনালে চিন তাইপেইয়ের জুটি হাও চিং চ্যান ও সিয়েন ইন পিংকে ৬-৪, ৬-৩ সেটে হারান সানিয়া-মিনেনি জুটি। ভারতের পদক তালিকায় সপ্তম সোনা যোগ করলেন সানিয়া-মিনেনি জুটি।  

এই নিয়ে টানা তিন বছর এশিয়ান গেমসের মিক্সড ডবলস ফাইনালে খেললেন সানিয়া। ২০০৬ সালে লিয়েন্ডার পেজের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন সানিয়া। ২০১০ সালে বিষ্ণু বর্ধনের সঙ্গে জুটি বেঁধে জেতেন রুপো।

 

 

.