নতুন পুরুষ স‌ঙ্গী সানিয়ার, বললেন অস্ট্রেলিয়ায় জিততেই যাচ্ছি

নতুন বছরে নতুন পুরুষ সঙ্গীকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সানিয়া মির্জা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া মির্জা মিক্সড ডাবলসে খেলবেন নতুন সঙ্গীকে নিয়ে। সানিয়ার নতুন পার্টানার হচ্ছেন রোমানিয়ার হোরিও টিকাউ। ডাবলসে খেলবেন জিম্বাবোয়ের কারা ব্ল্যাকের সঙ্গে। তবে এখন ফিটনেসের চূড়ান্ত জায়গায় না থাকায় অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলসে খেলবেন না সানিয়া।

Updated By: Dec 22, 2013, 11:31 PM IST

---------------------------------
নতুন বছরে নতুন পুরুষ সঙ্গীকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন সানিয়া মির্জা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া মির্জা মিক্সড ডাবলসে খেলবেন নতুন সঙ্গীকে নিয়ে। সানিয়ার নতুন পার্টানার হচ্ছেন রোমানিয়ার হোরিও টিকাউ। ডাবলসে খেলবেন জিম্বাবোয়ের কারা ব্ল্যাকের সঙ্গে। তবে এখন ফিটনেসের চূড়ান্ত জায়গায় না থাকায় অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলসে খেলবেন না সানিয়া।

সানিয়ার নতুন ডাবলস পার্টনার হোরি একন সার্কিটে বেশ সাড়া জাগিয়েছেন। তবে আগামী বছর ডাবলস আর মিক্সড ডাবলসে লড়াই খুব কঠিন হচ্ছে, আপনার এই ফিটনেস নিয়ে পারবেন তো! সানিয়া হেসে বললেন, সেটা এখন থেকে কী করে বলব। তবে এটা বলব অস্ট্রেলিয়া খুব সুন্দর হানিমুন, ট্যুরিস্ট স্পট হলেও আমার যাব লড়াই করতে, খেলাটা উপভোগ করতে। ট্রফি জয়ের ব্যাপরটা আলাদা। ১৪ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন।

.