CWG 2022: বার্মিংহ্যামে ব্যাডমিন্টনে সোনার বর্ষা! জুটি বেঁধে সেরার সেরা সাত্ত্বিক-চিরাগ
কমনওয়েলথ গেমসের (CWG 2022) শেষ দিনে ভারতের একের পর এক সোনা আসছে। সৌজন্যে ব্যাডমিন্টন। বার্মিংহ্যামে যেন সোনার বর্ষা। ব্যক্তিগত দক্ষতায় সোমবার দেশকে সোনা এনে দিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কমনওয়েলথ গেমসের (CWG 2022) শেষ দিনে ভারতের একের পর এক সোনা আসছে। সৌজন্যে ব্যাডমিন্টন। বার্মিংহ্যামে যেন সোনার বর্ষা। ব্যক্তিগত দক্ষতায় সোমবার দেশকে সোনা এনে দিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। এবার জুটি বেঁধে দেশকে সোনা এনে দিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwik Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। ব্রিটিশভূমে ইংরেজদের হারিয়েই দুরন্ত জয় ভারতের। পুরুষদের ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি ইংল্যান্ডের বেন লেন (Ben Lane) ও সিন ভেন্ডিকে (Sean Vendy) উড়িয়ে দিলেন। স্ট্রেট গেমে সাত্ত্বিকরা জিতলেন ২১-১৫, ২১-১৩ ব্যবধানে।
আরও পড়ুন: Arshad Nadeem, Neeraj Chopra: পাকিস্তানকে সোনা জিতিয়েও বন্ধু নীরজের জন্য আক্ষেপ আর্শাদের!
ব্রিটিশ জুটি বেন-সিনের বিরুদ্ধে নেক-টু-নেক ফাইট হল শুরু থেকেই। 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী' এই মন্ত্রেই কার্যত নেমেছিলেন দুই দেশের প্রতিদ্বন্দ্বীরা। পয়েন্ট ছিনিয়ে নেওয়ার মরিয়া লড়াই চলল। প্রথম গেমে ১০-১০ থেকে ব্যাক-টু-ব্যাক চার পয়েন্ট জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। ইংল্যান্ড জুটিকে বাধ্য করছিলেন পয়েন্ট ছাড়ার জন্য। ২১-১৫ পয়েন্টে প্রথম গেম জেতার পর সাত্ত্বিকরা কার্যত এক সময় জুজু হয়ে গিয়েছিলেন বেন-সিনের সামনে। তবে দ্বিতীয় গেমে ব্রিটিশ জুটি কামব্যাক করে। একটা সময় ১০-৮ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন বেন-সিনরা । তবে সাত্ত্বিক-চিরাগ পরপর পাঁচ পয়েন্ট তুলে ম্যাচের রং বদলে দেন। ২১-১৩ পয়েন্টে দ্বিতীয় গেম জেতার সঙ্গেই ম্যাচ জিতে নেন সাত্ত্বিকরা।
আরও পড়ুন: Arshad Nadeem, Neeraj Chopra: পাকিস্তানকে সোনা জিতিয়েও বন্ধু নীরজের জন্য আক্ষেপ আর্শাদের!
এদিন সিন্ধু কাফ মাসলের চোটকে উপেক্ষা করেই দুরন্ত জয় পেলেন। মাত্র ৪৮ মিনিটের ফাইনালে আধিপত্য নিয়ে কানাডার মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ হারিয়ে সোনা জিতলেন সিন্ধু। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই জিতেই কোর্টে বিজয়ের হাসি হেসেছেন লক্ষ্য। মালয়েশিয়ার এনজি ইয়ং জে-কে ১৯-২১, ২১-৯, ২১-১৬ ব্যবধানে তিনি হারিয়েছেন। এই মুহূর্তে ভারতের ঝুলিতে ৬১টি পদক। ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ রয়েছে। ৭২ দেশের মধ্যে ভারত রয়েছে চার নম্বরে।