Cristiano Ronaldo: রোনাল্ডো রাজি থাকলে বছরে ১০৫ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি সৌদির ক্লাব!
রোনাল্ডোকে বাদ দিয়েই প্রাক মরশুম প্রস্তুতি সারতে ম্যান ইউ চলে এসেছে থাইল্যান্ডে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United) জানিয়ে দিয়েছে যে, তিনি আর থাকতে চান না ওল্ড ট্র্যাফোর্ডে। রোনাল্ডো বিশ্বাস করেন যে, তাঁর টিম আসন্ন মরশুমে প্রিমিয়র লিগ (Premier League) জিততে পারবে না। সিআর সেভেন এখন চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) খেলতে চাইছেন। এমনটাই খবর হয়েছিল।
রোনাল্ডোকে বাদ দিয়েই প্রাক মরশুম প্রস্তুতি সারতে ম্যান ইউ চলে এসেছে থাইল্যান্ডে। এরপর দল অস্ট্রেলিয়া সফরে যাবে। যদিও ম্যান ইউ-এর নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ (Erik ten Hag) কিছুদিন আগে জানিয়েছেন যে, "রোনাল্ডো বিক্রয়ের জন্য নয়। ও আমাদের পরিকল্পনায় রয়েছে। ব্যক্তিগত ইস্যুর জন্য রোনাল্ডো আমাদের সঙ্গে আসেনি। আমরা এই মরশুমে রোনাল্ডোকে নিয়েই পরিকল্পনা করছি।"
রোনাল্ডোর এজেন্ট জর্ড মেন্ডেস বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে রোনাল্ডোর খেলার ব্যাপারে কথা বলেছেন। রোনাল্ডোকে নেওয়ার অর্থনৈতিক সামর্থ্য হাতে গোনা কিছু ক্লাবেরই রয়েছে। তবে এর মধ্যেই টিভিআই ও সিএনএন পর্তুগাল জানিয়েছে যে, ইউরোপ নয় সৌদি আরবের এক ক্লাব রোনাল্ডোর জন্য ৩০ মিলিয়ন ট্রান্সফার ফি দিতে রাজি। পাশাপাশি পর্তুগিজ কিংবদন্তিকে তারা বছরে ১০৫ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি আছে।
১২ বছর পর পুরনো ক্লাবে ফিরে এসেছেন রোনাল্ডো। ফের খেলছেন ম্যান ইউতে। দুই বছরের চুক্তিতে রোনাল্ডোকে ১৫ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো অ্যাড-অন হিসাবে দিচ্ছে রেড ডেভিলস। অতীতে ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যাঞ্চেস্টারে খেলেছেন রোনাল্ডো। তিনটি প্রিমিয়র লিগ, একটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি।ম্যাঞ্চেস্টারে খেলেই রোনাল্ডো তারকা হয়ে ওঠেন ফুটবল বিশ্বের। এরপর রিয়াল মাদ্রিদে গিয়ে সিআর সেভেন হয়ে যান মহাতারকা। রিয়াল থেকে জুভেন্তাস হয়ে ম্যান ইউ-তে ফিরেছেন সিআর সেভেন। ম্যাঞ্চেস্টারের হয়ে দ্বিতীয় ইনিংসে রোনাল্ডো ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন । কোনও ট্রফির মুখ দেখেননি তিনি। প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও বেশি দূর এগোতে পারেনি ম্যান ইউ। আগামী বছর ৩০ জুন পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে ম্যান ইউয়ের চুক্তি রয়েছে। দেখা যাক রোনাল্ডো এরপর কী করেন!
আরও পড়ুন: Exclusive | Ravichandran Ashwin : অশ্বিনের 'ব্লাইন্ড স্পট' ইস্যুর পাশে বাংলার তিন স্পিনার
আরও পড়ুন: Harbhajan Singh: মাঠে ফিরছেন হরভজন সিং, খেলবেন অইন মর্গ্যানদের সঙ্গে