SC East Bengal: গোয়া থেকে অমরজিত, কেরল থেকে শুভ, দল গোছাচ্ছে লাল-হলুদ
ধীরে ধীরে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল
নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইএসএলের (ISL) কথা মাথায় রেখে ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এফসি গোয়া থেকে অমরজিত সিং কিয়ামকে নেওয়ার পর কেরল ব্লাস্টার্স থেকে শুভ ঘোষকে নিল ইস্টবেঙ্গল। দুই ফুটবলারকেই লোনে নিয়েছে লাল-হলুদ।
অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপে অমরজিত ছিলেন ভারতের অধিনায়ক। ২০ বছরের তরুণ ফুটবলার খেলেন মিডফিল্ডে। অন্যদিকে কলকাতার ছেলে শুভ দুই মরসুম সবুজ-মেরুন জার্সিতে খেলে কেরলে গিয়েছিলেন। ফের এই শহরে এলেন তিনি।
আরও পড়ুন: CFL 2021: ইস্ট-মোহনের সিআরএস খুলে গেল, মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছে আইএফএ!
(@sc_eastbengal) August 30, 2021
(@KeralaBlasters) August 31, 2021
অনেকটা দেরিতেই ইস্টবেঙ্গল দল গোছাতে শুরু করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, হীরা মণ্ডল, জ্যাকিচাঁদ সিং, রাজু গায়কোয়াড়ের সঙ্গে লাল-হলুদের চুক্তি প্রায় হয়ে গিয়েছে। এমনকী রোমিও ফার্নান্ডেজ ও সোংপু সিনসিটও রয়েছেন লাল-হলুদের ব়্যাডারে। আগেই শোনা গিয়েছিল মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, সৌরভ দাস, মিরশাদ মিচু, শুভম সেনের নাম। পাঁচ বিদেশি ফুটবলারকেও বেছে নেবেন কোচ রবি ফাওলার। গত মরসুমে খেলা ব্রাইট এনোবাখারে, মাটি স্টেইনম্যান, জ্যাক মাঘোমারা ক্লাবে নেই। ফলে ফাউলারের ওপর বিদেশি বাছাইয়ের বাড়তি দায়িত্ব বর্তাবে।
ৃ(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)