সোশ্যাল মিডিয়ায় সেওয়াগের টুইট ভাইরাল

ব্যাট হাতে ক্রিকেটের বাইশ গজে বোলারদের ঘুম কেড়ে নিতেন। কিন্তু  মাঠের বাইরে একেবারে অন্য মেজাজে থাকতেন বীরেন্দ্র সেওয়াগ। খেলা ছেড়ে দিয়েছেন।  নজফগড়ের বাদশা এখন মজে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা তামাশায়। কমেন্ট্রি বক্সেও সমান রসিক বীরু।  চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের সময় একটি ব্রেকে হঠাতই দেখেন তার প্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও কিংবদন্তী স্পিনার শ্যেন ওয়ার্ন ফাঁক পেয়ে একটু ঘুমিয়ে নিচ্ছেন। সেওয়াগ দেখেই ছবি তুলে ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সঙ্গে টুইট করে জানালেন...স্বপ্ন যে একজন মানুষের ভবিষ্যৎ তৈরি করে তা এদের দেখলেই বোঝা যায়। স্বপ্ন দেখার ব্যাপারে এক সেকেন্ডও সময় নষ্ট করতে কিছুতেই রাজি নয় এই দুজন। পাছে যদি ভবিষ্যতটা নষ্ট হয়ে যায়! সবাই এখন অপেক্ষায় সৌরভ আর ওয়ার্ন কীভাবে জবাব দেন তা দেখার জন্য।

Updated By: Jun 5, 2017, 11:08 PM IST
সোশ্যাল মিডিয়ায় সেওয়াগের টুইট ভাইরাল

ব্যুরো: ব্যাট হাতে ক্রিকেটের বাইশ গজে বোলারদের ঘুম কেড়ে নিতেন। কিন্তু  মাঠের বাইরে একেবারে অন্য মেজাজে থাকতেন বীরেন্দ্র সেওয়াগ। খেলা ছেড়ে দিয়েছেন।  নজফগড়ের বাদশা এখন মজে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা তামাশায়। কমেন্ট্রি বক্সেও সমান রসিক বীরু।  চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের সময় একটি ব্রেকে হঠাতই দেখেন তার প্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও কিংবদন্তী স্পিনার শ্যেন ওয়ার্ন ফাঁক পেয়ে একটু ঘুমিয়ে নিচ্ছেন। সেওয়াগ দেখেই ছবি তুলে ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সঙ্গে টুইট করে জানালেন...স্বপ্ন যে একজন মানুষের ভবিষ্যৎ তৈরি করে তা এদের দেখলেই বোঝা যায়। স্বপ্ন দেখার ব্যাপারে এক সেকেন্ডও সময় নষ্ট করতে কিছুতেই রাজি নয় এই দুজন। পাছে যদি ভবিষ্যতটা নষ্ট হয়ে যায়! সবাই এখন অপেক্ষায় সৌরভ আর ওয়ার্ন কীভাবে জবাব দেন তা দেখার জন্য।

 

.