আবারও সোনার বুট মেসির

Updated By: Jun 5, 2017, 11:06 PM IST
আবারও সোনার বুট মেসির

ব্যুরো: লা লিগায় সর্বোচ্চ গোলদাতার সম্মান পেলেন লিওনেল মেসি। সোনার বুট জিতে নিলেন এলএম টেন। এই নিয়ে চারবার সোনার বুটের মালিক হলেন মেসি।

লিওনেল মেসির মুকুটে নয়া পালক। ইউরোপের ক্লাব লিগে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেলেন  লিওনেল মেসি। এই নিয়ে চারবার সোনার বুটের মালিক হলেন এলএম টেন। দুহাজার তেরো সালের পর আবার সোনার বুট নিজের দখলে নিলেন মেসি। আর্জেন্টিনার এই তারকা ফুটবলার এর আগে দুহাজার দশ,বারো ও তেরো সালে এই সম্মান পেয়েছিলেন। এবারে লা লিগাতে বার্সেলোনার হয়ে সাইত্রিশটি গোল করেন লিও মেসি। উল্টোদিকে  তার প্রবল প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো পঁচিশ গোল দিয়ে এগারো নম্বরে রয়েছেন। [পরপর ২ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ]

.