ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে বিদায় সেরেনার
ফরাসি ওপেনের শুরুতেই চমক। মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন দু`বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ডাবলুটিএ তালিকায় ১১১ নম্বর খেলোয়াড় ভার্জিনি রাজ্জানোর কাছে ৬-৪, ৬-৭, ৩-৬ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই মার্কিন টেনিস সুন্দরী।
ফরাসি ওপেনের শুরুতেই চমক। মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন দু`বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ডাবলুটিএ তালিকায় ১১১ নম্বর খেলোয়াড় ভার্জিনি রাজ্জানোর কাছে ৬-৪, ৬-৭, ৩-৬ গেমে হেরে বিদায় নেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই মার্কিন টেনিস সুন্দরী।
এর আগে একাধিকবার চোট আঘাত নিয়ে খেলতে নামলেও গ্রান্ড স্লামের প্রথম রাউন্ডে কোনওদিন হারেননি সেরেনা। মঙ্গলবার ভেঙে গেল সেই রেকর্ড। ফরাসি তনয়া ভার্জিনির সামনে ক্লে কোর্টে একরকম নাস্তানাবুদ হলেন এক সময় বিশ্ব মহিলা টেনিস শাসন করা সেরেনা। এদিনের হারের পর কান্নায় বাঁধ দিতে পারেননি তিনি। বলেন, "খুব খারাপ লাগছে। এর থেকে খারাপ কী হতে পারত?"
খেলার শুরুতে যদিও কোনও রকম অঘটনের আঁচ পাওয়া যায়নি। ৬-৪ গেমে সহজ জয় পান সেরেনা উইলিয়ামস। ছবিটা বদলে যায় দ্বিতীয় সেটে। পুরো ম্যাচে মোট ৫ টি ব্রেক পয়েন্ট নষ্ট করেছেন তিনি। একটানা ১৩টি পয়েন্টে হেরেছেন। সাতটি ম্যাচ পয়েন্ট বাঁচালেও শেষরক্ষা হয়নি। ৩ ঘণ্টা ৩ মিনিটের ম্যাচে হার মানতে হয় সেরেনাকে। এর আগে ৪৬টি গ্রান্ড স্লামের প্রথম রাউন্ডে কোনওদিন হারেননি সেরেনা। সেই ক্লিনশিটে মঙ্গলবার কালির দাগ পড়ল।
যদিও প্রথম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছন মারিয়া শারাপোভা ও সপ্তমবারের জন্য ট্রফির দাবিদার রাফায়েল নাদাল।