বিশ্বের ৪৩ নম্বরের কাছে হেরে ইউএস ওপেনে নেই সেরেনা

ইউএস ওপেনে মহিলাদের বিভাগে বড়সড় অঘটন। দ্বিতীয় সেমিফাইনালে হেরে গেলেন শীর্ষ বাছাই সেরেনা ইউলিয়ামস। তাঁকে হারালেন বিশ্ব  Ranking-এ ৪৩ নম্বরে থাকা ইতালির রবের্তা ভিঞ্চি।

Updated By: Sep 12, 2015, 11:35 PM IST
বিশ্বের ৪৩ নম্বরের কাছে হেরে ইউএস ওপেনে নেই সেরেনা

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে মহিলাদের বিভাগে বড়সড় অঘটন। দ্বিতীয় সেমিফাইনালে হেরে গেলেন শীর্ষ বাছাই সেরেনা ইউলিয়ামস। তাঁকে হারালেন বিশ্ব  Ranking-এ ৪৩ নম্বরে থাকা ইতালির রবের্তা ভিঞ্চি।

খেলার ফল ২-৬, ৬-৪, ৬-৪। বৃষ্টির কারণে বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলা হয় শুক্রবার। দর্শকে ঠাসা নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে প্রথম সেট জেতেন সেরেনাই। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেট হেরে, এবারের ইউএস ওপেন থেকে বিদায় নিলেন তিনি। ফলে মহিলাদের ফাইনালে স্বদেশী ফ্লাভিয়া পেনেট্টার মুখোমুখি হবেন রবের্তা ভিঞ্চি। অন্যদিকে একটি ক্যালেন্ডার বর্ষের সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয় অধরাই রয়ে গেল সেরেনা ইউলিয়ামসের।

.