টানা ন'বার সিরি-এ জিতে নজির গড়ল রোনাল্ডোর জুভেন্টাস

করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার পর ১০ গোল করলেন সিআরসেভেন। ইউরোপে এই সময়ে রোনাল্ডোর থেকে বেশি গোল নেই আর কোনও তারকার।

Updated By: Jul 27, 2020, 12:07 PM IST
টানা ন'বার সিরি-এ জিতে নজির গড়ল রোনাল্ডোর জুভেন্টাস
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: সিরি আ চ্যাম্পিয়ন হল জুভেন্টাস। ঘরের মাঠে স্যাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে লিগ খেতাব নিশ্চিত করল ইতালিয়ান জায়েন্টরা। টানা নয় বার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল রোনাল্ডোর দল।

 

রোনাল্ডোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন ফ্রেডরিকো। ৩১ গোল করে ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার সামনে আছেন লাজিও-র ইতালিয়ান স্ট্রাইকার ইমমোবাইল। করোনা পরবর্তী সময়ে মাঠে ফেরার পর ১০ গোল করলেন সিআরসেভেন। ইউরোপে এই সময়ে রোনাল্ডোর থেকে বেশি গোল নেই আর কোনও তারকার।

 

গোলের সংখ্যা বাড়ানোর সুযোগ ছিল বিশ্ব ফুটবলের সেরা তারকার সামনে। কিন্তু খেলার শেষ লগ্নে পেনাল্টি নষ্ট করেন তিনি। জুভেন্টাসের হয়ে পরপর দু'বার লিগ খেতাব জিতে উচ্ছ্বসিত রোনাল্ডো। করোনা পরস্থিতির মধ্যে জেতা সিরি-এ খেতাব জুভেন্টাস সমর্থকদের উত্‍সর্গ করছেন সিআরসেভেন।

 

আরও পড়ুন- গ্রুপ-ডি চাকরি পাওয়ার আশায় দরজায়-দরজায় ঘুরছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক

.