লিভারপুলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস কামব্যাক সেভিয়ার, ৩-৩ গোলে ম্যাচ ড্র

লিভারপুলের বিরুদ্ধে প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পরেও ম্যাচে সমতা ফিরিয়ে আনল স্পেনের দলটি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়া বনাম লিভারপুল ম্যাচ শেষ হল তিন-তিন গোলে। 

Updated By: Nov 22, 2017, 09:19 PM IST
লিভারপুলের বিরুদ্ধে রুদ্ধশ্বাস কামব্যাক সেভিয়ার, ৩-৩ গোলে ম্যাচ ড্র

নিজস্ব প্রতিবেদন: চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার রুদ্ধশ্বাস কামব্যাক। লিভারপুলের বিরুদ্ধে প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পরেও ম্যাচে সমতা ফিরিয়ে আনল স্পেনের দলটি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়া বনাম লিভারপুল ম্যাচ শেষ হল তিন-তিন গোলে। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধ জুড়ে দাপট ছিল জুর্গেন ক্লপের দলের। ফির্মিনহোর জোড়া গোল আর সাদিও মানের গোলে বিরতির আগে তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। তখন মনে হচ্ছিল দুহাজার আট-নয় সালের পর ইপিএলের দলটির চ্যাম্পিয়ন্স লিগের নক আউটে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয়ার্ধে অবশ্য স্বপ্নের কামব্যাক করে সেভিয়া। তিন-তিনটো গোল করে ম্যাচে সমতা ফিরয়ে আনে লা লিগার দলটি।

আরও পড়ুন- হরভজনের মেয়েকে ছেলে বলে ক্ষমা চাইলেন সৌরভ!

 

.