সম্মতিতেই যৌনতা! ধর্ষণের অভিযোগ মিথ্যা, দাবি রোনাল্ডোর আইনজীবীর

 মুখ বন্ধ রাখার জন্য ক্যাথরিনকে না কি কোটি কোটি টাকা দিতেও রাজি ছিলেন সি আর সেভেন।

Updated By: Oct 11, 2018, 10:17 AM IST
সম্মতিতেই যৌনতা! ধর্ষণের অভিযোগ মিথ্যা, দাবি রোনাল্ডোর আইনজীবীর
ভগ ম্যাগাজিনের কভার পেজ-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন: হ্যাঁ, তিনি অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন, তবে সেটা সম্মতিতেই। ধর্ষণের অভিযোগে এই সাফাই-ই দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আইনজীবী পিটার এস ক্রিস্টিয়েনসেন। তাঁর দাবি, রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো।

আরও পড়ুন- অন্যের প্রেমিকার জন্য গোয়েন্দা হলেন রশিদ খান!

প্রসঙ্গত সপ্তাহ দুয়েক আগেই রোনাল্ডোর সঙ্গে তাঁর সম্পর্কের কথা জনসমক্ষে নিয়ে এসেছেন মার্কিন তরুণী ক্যাথরিন। ফুটবল লিকস নামের একটি ওয়েবসাইট এবং ‘দেয়া স্পিগে’ নামের একটি জার্মান ম্যাগাজিনে প্রকাশিত হয় ক্যাথরিনের সাক্ষাত্কার। ৯ হাজার শব্দের ওই সাক্ষাত্কারের  পরই জুভেন্তাস তারকা রোনাল্ডো ও মার্কিন তরুণী ক্যাথরিনের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। ৩৪ বছরের তরুণী অভিযোগ করেন, ৯ বছর আগে ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পর্তুগিজ ফুটবল তারকা। তাঁর দাবি এটি  একটি ‘ফেক নিউজ’।

আরও পড়ুন- মিটু-ঝড়! এবার শ্রীলঙ্কার কিংবদন্তি রণতুঙ্গার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

‘দ্য সান’ প্রকাশিত খবর অনুযায়ী ২০০৯ সালে রোনাল্ডো তাঁর শ্যালক ও খুড়তোতো ভাই-কে নিয়ে লাস ভেগাসে এসেছিলেন। সেখানেই রেইন নামের একটি নাইটক্লাবে ক্যাথরিনের সঙ্গে পরিচয় হয়েছিল রোনাল্ডোর। পর্তুগিজ তারকার বিরুদ্ধে অভিযোগ, ক্যাথরিনের অনিচ্ছা থাকা সত্ত্বেও না কি তাঁর সঙ্গে ‘ইন্টার কোর্স’ করেন জুভেন্তাস তারকা। এও অভিযোগ, মুখ বন্ধ রাখার জন্য ক্যাথরিনকে না কি কোটি কোটি টাকা দিতেও রাজি ছিলেন সি আর সেভেন।

.