Shaheen Afridi | PAK vs BAN: ইডেনে ঐতিহাসিক ১০০ শাহিনের! ভেঙে গুঁড়িয়ে দিলেন ছাব্বিশ বছরের পুরনো রেকর্ড
Shaheen Shah Afridi becomes fastest pacer to 100 ODI wickets: শাহিন শাহ আফ্রিদি কখনও ভুলতে পারবেন না কলকাতা। ইডেন গার্ডেন্স তাঁকে উপহার দিল ঐতিহাসিক মাইলস্টোন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্মী পুজোর (Laxmi Puja 2023) পুণ্যলগ্নে, ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুভ সূচনা হয়েছিল চলতি বিশ্বকাপের (ICC Men’s Cricket World Cup -2023)। আজ অর্থাৎ মঙ্গলবার ফের ইডেনে হচ্ছে কাপযুদ্ধের ম্য়াচ। মুখোমুখি হয়েছে দুই পড়শি বাংলাদেশ-পাকিস্তান (Bangladesh vs Pakistan, Cricket World Cup 2023)। সাকিব আল হাসান (Shakib Al Hasan) টস জিতে বাবর আজমদের (Babar Azam) ব্য়াট করতে পাঠিয়েছেন। আর এদিন বল হাতে তুলেই ইডেনে ঐতিহাসিক সেঞ্চুরি করে ফেলেছেন তরুণ পাক পেসার শাহিন শাহ আফ্রিদি ( Shaheen Shah Afridi)। দ্রুততম পেসার ও তৃতীয় দ্রুততম বোলার হিসেবে শাহিন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। এদিন শাহিন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসানকে (০) এলবিডব্লিউ করেই মাইলস্টোন গড়লেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে শাহিন ১০০ উইকেট নিলেন কেরিয়ারের ৫১ তম ম্য়াচে।
আরও পড়ুন: Virat Kohli | Eden Gardens: কোহলির সম্মানে '৭০ হাজার বিরাট'! রাজসূয় যজ্ঞের নীল নকশা ইডেনের
শাহিন এদিন অজি পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছেন। ২০১৬ সালের অগস্ট মাসের ঘটনা। স্টার্ক শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫২ ম্যাচে শততম একদিনের আন্তর্জাতিক উইকেট ঝুলিতে পুরেছিলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দ্রুততম একশো উইকেটের মালিক নেপালের সন্দীপ লামিচানে। ঠিক ৪ বছর ২৬৩ দিন আগে তিনি কীর্তিপুরে ওমানের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন। লামিচানের লেগেছিল ৪২ ম্য়াচ। দুয়ে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। ২০১৫ সালের ১৮ অক্টোবর রশিদ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে ৪৪ ম্যাচে ১০০ নম্বর একদিনের আন্তর্জাতিক উইকেট পেয়েছিলেন। শাহিন কিন্তু ২৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে এদিন ইতিহাস লিখেছেন। পাক কিংবদন্তি স্পিনার সাকলিন মুস্তাক ১০০ উইকেট নিয়েছিলেন ১৯৯৭ সালের ১২ মে। ৫৩ ম্যাচে সাকলিন নিয়েছিলেন ১০০ উইকেট। পাকিস্তানি বোলারদের মধ্যে এখন দ্রুততম হয়ে গেলেন শাহিন। পাক পেসারদের মধ্যে ওয়াকার ইউনিসের নাম আসবে। তিনি ৯৩ সালের ফেব্রুয়ারি মাসে দ্রুততম পাক জোরে বোলার হিসেবে এই রেকর্ড করেছিলেন। তিনি নিয়েছিলেন ৫৯ ম্য়াচ। এদিন ওয়াকার রয়েছেন ইডেনে। তাঁর হাতেই ইডেন বেল বাজিয়ে খেলার শুভারম্ভ হয়েছে।
বিশ্বকাপে হাফ ডজন ম্যাচে, মাত্র দু’টি জয় পাকিস্তানের। চার পয়েন্ট নিয়ে টেবলে ছয় নম্বরে তারা। অন্যদিকে ছয় ম্যাচের মাত্র একটিতেই জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। তাদের পকেটে দুই পয়েন্ট। মঙ্গলবার দুই দলই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাবে।
আরও পড়ুন: Virat Kohli | World Cup 2023: জন্মদিনেই আসুক ৪৯ নম্বর সেঞ্চুরি, রিজওয়ানের আগাম শুভেচ্ছা বিরাটকে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)