Shahid Afridi | Amit Mishra | Babar Azam: 'এও ইন্ডিয়ার হয়ে খেলেছে!' ভারতীয় স্পিনারের পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি
বাবর আজমের চলতি খারাপ ফর্ম নিয়ে তাঁকে ভদ্র ভাষায় বিঁধেছেন ভারতের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র। যা দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক অমিতের পরিচয় নিয়েই তুলে দিলেন প্রশ্ন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের (Babar Azam) ব্যাট ভাষা হারিয়েছে। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) বাবরের তিন ম্যাচের মিলিত স্কোর ৮ (০, ৪, ৪)! বাবরের অফ ফর্ম নিয়ে সর্বত্র আলোচনা চলছে। তাঁর ক্যাপ্টেনসিও এসেছে স্ক্যানারের নীচে। যদিও পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে তাদের ভূমিপুত্রের সঙ্গেই। গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল পাকিস্তান। ৩৭ বল হাতে রেখেই বাবর অ্যান্ড কোং ৬ উইকেটে ম্যাচ জিতে যায়। এই ম্যাচেও বাবর ব্যর্থ হয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র চার রান।
বাবরের এই ইনিংস দেখার পরেই ভারতের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র (Amit Mishra) ট্যুইটারে বাবরকে বিঁধেছিলেন। অমিত লিখেছিলেন, 'দিজ টু স্যাল পাস। স্টে স্ট্রং বাবর আজম'। অর্থাৎ বাংলায় তরজমা করলে দাঁড়ায়, 'কঠিন সময়ে কেটে যাবে। শক্ত থেকো বাবর আজম'। ঘটনাচক্রে বিরাট কোহলি যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন বাবর ঠিক এই শব্দচয়ন করেই ট্যুইট করেছিলেন। বাবরকে কটাক্ষ করার জন্য় এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও মহারথী শাহিদ আফ্রিদি (Shahid Afridi) অমিতকে নিলেন একহাত। আফ্রিদি এক টিভি শোয়ের অতিথি হয়ে এসেছিলেন। সেখানে সঞ্চালর আফ্রিদিকে অমিতের ট্যুইটের কথা বলেছিলেন, যা শুনে অমিত বলেন, 'আপনি এই যে অমিত মিশ্রর কথা বলছেন,এও ইন্ডিয়ার হয়ে খেলেছে! স্পিনার না ব্যাটার ছিল? ছাড়ুন কোনও ব্য়াপার ন়য়, এগিয়ে চলুন।'
আরও পড়ুন: Pakistan | T20 World Cup 2022: ভারত হারতেই বাবরদের কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল!
ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ভীষণ ভাবে চেয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত জিতুক। কারণ ভারত জিতলে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা অনেক উজ্জ্বল হত। কিন্তু ভারতে হারতেই পাকিস্তান বড় ধাক্কা খেল। বলা যেতে পারে বাবরদের বিশ্বযুদ্ধে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল! সুপার টুয়েলভে পাকিস্তান পরপর দুই ম্যাচ (ভারত ও জিম্বাবোয়ে) হেরে এমনিই চাপে পড়ে গিয়েছিল। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে খুব একটা লাভের লাভ কিছু হয়নি।
এই মুহূর্তে গ্রুপ টু-র টেবিল বলছে, পাকিস্তান সর্বোচ্চ পাঁচ পয়েন্ট পেতে পারে। তারা চেয়েছিল ভারত হারাক দক্ষিণ আফ্রিকাকে। যাদের দুই ম্যাচে তিন পয়েন্ট ছিল। দক্ষিণ আফ্রিকা যদি ভারতের কাছে হেরে যেত, এবং পরের ম্যাচে পাকিস্তানের কাছেও হারত তাহলে টেম্বা বাভুমার টিম সর্বোচ্চ পাঁচ পয়েন্ট পেত। অঙ্কের সমীকরণে পাকিস্তান চলে যেত শেষ চারে। পাকিস্তান শুধু ভারতের এই ম্যাচ জেতার জন্যই প্রার্থনা করেনি। তারা চেয়েছিল ভারত গ্রুপের বাকি সব ম্যাচই জিতুক। এই মুহূর্তে রামধনু দেশে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে। এখনও পর্যন্ত বাভুমারা কোনও ম্যাচ হারেনি। আশা করা যাচ্ছে যে, ভারত বাকি দুই ম্যাচ জিতবে। আগামী ২ নভেম্বর ভারত খেলবে পরশি দেশ বাংলাদেশের বিরুদ্ধে। এর ঠিক চারদিন পর রোহিতদের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারত দুয়ে। তিন ম্যাচে ঝুলিতে চার পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলে ভারতের সংগ্রহে আসবে আট পয়েন্ট। পাকিস্তান যদি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও দেয়, তাহলেও নেদারল্যান্ডস ছাড়া বাকিরা পরের রাউন্ডে থ্রু করার জন্য বাবরদের থেকে এগিয়েই থাকবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)