স্টিভকে 'স্বার্থপর' ক্রিকেটার বললেন ওয়ার্ন!

অধিনায়ক হওয়ার পরে স্টিভ পুরো বদলে যায়। আমি বাদ পড়ার জন্য বলছি না। খারাপ খেললাম, বাদ দিলে ঠিক আছে।

Updated By: Oct 2, 2018, 07:12 AM IST
স্টিভকে 'স্বার্থপর' ক্রিকেটার বললেন ওয়ার্ন!

নিজস্ব প্রতিবেদন : বিস্ফোরক প্রাক্তন অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। শেন ওয়ার্ন- স্টিভ ওয়া দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। ওয়ার্নের অপ্রকাশিত আত্মজীবনী 'নো স্পিন'- বইতে স্টিভকে রীতিমতো আক্রমনাত্মক ভঙ্গিতেই ব্যাখা করেছেন ওয়ার্ন। ওয়ার্নের মতে, স্টিভের মতো এত স্বার্থপর ক্রিকেটার তিনি দেখেন নি। শেন ওয়ার্ন বনাম স্টিভ ওয়ার দ্বন্দ্বের কথা অজানা নয় ক্রিকেট বিশ্বের।

আরও পড়ুন - দুবাইয়ে ভারত-পাক লড়াই শুরু আইনের বাইশ গজে!

ওয়ার্ন বলেছেন, "আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার। যে কী ভাবে নিজের ব্যাটিং গড় ৫০ হবে, তার বাইরে কিছু ভাবত না।" আরও একটা প্রসঙ্গের কথা নিজের আত্মজীবনীতে তুলে এনেছেন ওয়ার্ন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়া নিয়ে। ওই সিরিজের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া জিতলেও পরের দুটো টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন টেস্টে মাত্র দুটি উইকেট পান ওয়ার্ন। চতুর্থ টেস্ট শুরুর আগে দল নির্বাচনী বৈঠকে কী ঘটেছিল, তা নিজের বইয়ে লিখেছেন প্রাক্তন লেগস্পিনার। যে বইয়ের বিশেষ কিছু অংশ ছাপা হয়েছে ইংল্যান্ডের এক সংবাদপত্রে। ওয়ার্ন লিখেছেন, "আমি ওই সিরিজে সহ-অধিনায়ক ছিলাম। টুগ্গা (স্টিভ ওয়া) বৈঠকের শুরুতেই বলে দেয়, ওয়ার্নি, আমার মনে হচ্ছে পরের টেস্টে তোমার খেলার দরকার নেই। ওই বৈঠকে কোচ জিওফ মার্শও ছিল। স্টিভের ওই মন্তব্যের পরে সবাই চুপ করে যায়।" ওয়ার্ন আরও লিখেছেন, "আমি প্রশ্ন করি, কেন? তাতে স্টিভ জবাব দেয়, ভাল খেলতে পারছ না বলে। সেটা মেনে নিয়ে আমি তখন বলি, আমি ছন্দে ফিরে আসছি। কোচ মার্শও আমার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু স্টিভ গোঁ ধরে থাকে, আমাকে বাদ দেবেই। অস্ট্রেলিয়ার তৎকালীন নির্বাচক অ্যালান বর্ডার তখন ওয়েস্ট ইন্ডিজে। তাঁর মতও নেওয়া হয়। বর্ডার বলেছিলেন, আমি এ ব্যাপারে ওয়ার্নের পাশে আছি। কিন্তু স্টিভ কিছুই শোনেনি। পরিষ্কার বলে দেয়, ওয়ার্নকে নেওয়া যাবে না।"

সেবার ক্যারিবিয়ান সফরে চতুর্থ টেস্ট অবশ্য ওয়ার্নকে ছাড়াই জিতেছিল অস্ট্রেলিয়া। ওয়ার্ন লিখেছেন, "ওই ভাবে বাদ পড়ায় হতাশ হয়েছিলাম বললে খুব কম বলা হবে। কঠিন সময় স্টিভ আমার পাশে দাঁড়ায়নি। অথচ স্টিভ আমার ভাল বন্ধু ছিল, ওকে আমি সব সময় সমর্থন করে এসেছি। তাই স্টিভের ওই আচরণ আমি মানতে পারিনি।" ওয়ার্ন এও মনে করেন, যে স্টিভ তাঁকে হিংসা করা শুরু করেছিল। কিংবদন্তি লেগস্পিনার লিখেছেন, "অধিনায়ক হওয়ার পরে স্টিভ পুরো বদলে যায়। আমি বাদ পড়ার জন্য বলছি না। খারাপ খেললাম, বাদ দিলে ঠিক আছে। কিন্তু মনে হয়, আমার বাদ পড়ার পিছনে পারফরম্যান্স ছাড়াও অন্য কারণ ছিল। আমার মনে হয়, স্টিভ আমাকে হিংসে করত।"

 

.