পাঁচে পাঁচে ব্লাটার

ফের ফিফার সভাপতি নির্বাচিত হলেন শেপ ব্লাটার। দ্বিতীয় রাউন্ডের ভোটদানে বিরোধী প্রার্থী আলি বিন আল হুসেন সরে দাঁড়ানয়ে পঞ্চমবার ফিফা প্রধান হলেন ব্লাটার।

Updated By: May 30, 2015, 02:18 PM IST
পাঁচে পাঁচে ব্লাটার

ব্যুরো: ফের ফিফার সভাপতি নির্বাচিত হলেন শেপ ব্লাটার। দ্বিতীয় রাউন্ডের ভোটদানে বিরোধী প্রার্থী আলি বিন আল হুসেন সরে দাঁড়ানয়ে পঞ্চমবার ফিফা প্রধান হলেন ব্লাটার।

প্রত্যাশা মতই ফের একবার ফিফার সভাপতি নির্বাচিত হলেন শেপ ব্লাটার। ঘুষ কেলেঙ্কারি এবং বোমাতঙ্কের মধ্যে শুক্রবার জুরিখে অনুষ্ঠিত হল ফিফা সভাপতি নির্বাচন। দ্বিতীয় রাউন্ডের ভোটদানে বিরোধী প্রার্থী আলি বিন আল হুসেন সরে দাঁড়ানয়ে পঞ্চমবার ফিফা প্রধান হলেন ব্লাটার।

নির্বাচনের অনেকদিন আগে থেকেই ব্লাটারের পদত্যাগের দাবি উঠেছিল নানা মহল থেকে। তারপর বুধবার দুর্নীতির অভিযোগে নয় ফিফা আধিকারিকদের গ্রেফতারের পর ব্লাটারের পদত্যাগের দাবি আরও জোরালো হয়। প্রবল চাপের মধ্যেও পদ ছাড়েননি তিনি। ফের একবার ব্লাটারের হাতেই ব্যাটন তুলে দিয়েছে ফুটবল কর্তারা। পঞ্চমবার সভাপতি হওয়ার পর ফিফার স্বচ্ছভাবমূর্তি ফেরানই হবে ব্লাটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

.