বাউন্সার ঠেকাতে গিয়ে মাথায় চোট পাকিস্তানের ওপেনার আহমেদের
করি অ্যান্ডারসনের বাউন্সার ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেলেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। গুরুতর আঘাত না হলেও মাথার যন্ত্রণা না কমা পর্যন্ত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন ডাক্তাররা।
ওয়েব ডেস্ক: করি অ্যান্ডারসনের বাউন্সার ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেলেন পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। গুরুতর আঘাত না হলেও মাথার যন্ত্রণা না কমা পর্যন্ত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন ডাক্তাররা।
আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে এই দুর্ঘটনা ঘটে। লাঞ্চ হওয়ার আগে শেষ ওভারে আন্ডারসনের বাউন্স বলে হুক মারতে যান শেহজাদ। বল মিস করে হেলমেটের ডান দিকে আঘাত লাগে। তারপর ক্রিজে লুটিয়ে পড়েন তিনি। হিট উইকেটে আউট হন শেহজাদ। তখন স্কোর ছিল তাঁর কেরিয়ারের সর্বোচ্চ ১৭৬ রান। কিন্তু দুর্ভাগ্যবশত আহত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় শেহজাদকে।
পাকিস্তানের টিম ম্যানেজার মোয়েন খান জানিয়েছেন, "স্ক্যান করে দেখা গেছে শেহজাদের স্কালে হাল্কা চিড় ধরেছে। ডাক্তাররা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। যদি ব্যাথা না কমে তাহলে অপারেশন করা হতে পারে।"