টেস্টে আইসিসির সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাহুল, ধাওয়ান অনেকটা উঠে এলেন

Updated By: Aug 15, 2017, 04:46 PM IST
 টেস্টে আইসিসির সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাহুল, ধাওয়ান অনেকটা উঠে এলেন

ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেটে আইসিসির সেরা ব্যাটসম্যানদের তালিকায় কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছলেন ভারতীয় দলের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। যার ফলে এক ইনিংস এবং ১৭১ রানে জিতে যায় বিরাট কোহলির দল। শিখর ধাওয়ান করেছিলেন ১১৯ রান। আর লোকেশ রাহুল সেঞ্চুরি ফস্কালেও আউট হওয়ার আগে করেছিলেন মূল্যবান ৮৫ রান।

আরও পড়ুন যুবরাজ সিংয়ের কি দলে ফেরার সম্ভাবনা আর নেই? কী বললেন প্রসাদ?

তিনি রয়েছেন ২৮ নম্বরে। এক ধাক্কায় এগিয়ে গিয়েছেন দশ ধাপ। অন্যদিকে, লোকেশ রাহুলও কম যাননি। তিনি উঠে এসেছেন সেরা ব্যাটসম্যানের তালিকায় ন'নম্বরে। গত জুলাই মাসেও সেরা ব্যাটসম্যানের তালিকায় ন'নম্বরে উঠে এসেছিলেন রাহুল। কিন্তু চোটের কারণে ফের পিছিয়ে যান তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টে না খেলার জন্য অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে আর থাকলেন না রবীন্দ্র জাদেজা। তিনি নেমে গেলেন দুই নম্বরে। এক নম্বরে বাংলাদেশের সাকিব আল হাসান। ভারত অবশ্য টেস্ট খেলিয়ে দেশের মধ্যে শীর্ষস্থানেই রয়েছে।

আরও পড়ুন  টেস্ট সিরিজ জিতে হার্দিক পাণ্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি

.