Shikhar Dhawan: কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন 'গব্বর'? জানতে পড়ুন

১৪৯টি একদিনের ম্যাচে এখনও পর্যন্ত ৬২৮৪ রান করেছেন গব্বর। গড় ৪৫.৫৩। স্ট্রাইক রেট ৯৩.৩৭। সঙ্গে রয়েছে ১৭টি শতরান ও ৩৫টি অর্ধ শতরান।   

Updated By: Jul 12, 2022, 07:03 PM IST
Shikhar Dhawan: কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন 'গব্বর'? জানতে পড়ুন
নিজের লক্ষ্য জানিয়ে দিলেন শিখর ধাওয়ান। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট দল থেকে আগেই বাদ গিয়েছেন। টি-টোয়েন্টি দলেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। তবে তাই বলে হাল ছাড়তে নারাজ শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এমন পরিস্থিতিতে গব্বরের একমাত্র লক্ষ্য, পরের বছর ভারতে আয়োজিত হতে চলা একদিনের বিশ্বকাপের দিকে।

ধাওয়ান বলেছেন, "আমি এই সফরের আগে ভাল ভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। তাই আমি আমার প্রাথমিক এবং আমি যে ভাবে প্রস্তুতি নিচ্ছি তার উপর ফোকাস ধরে রাখার চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে একদিনের সিরিজের জন্য অনুশীলন করছি এবং আমি নিশ্চিত যে, এই ফরম্যাটে আমি ভাল ফল করতে পারব।" 

৩৬ বছরের এই ওপেনার আরও যোগ করেছেন, "আমার আসল লক্ষ্য, আগামী বছরের বিশ্বকাপ এবং এর জন্য আমি ভারতের হয়ে যতগুলি সম্ভব বেশি ম্যাচ খেলতে চাই। আর সেই ম্যাচগুলোতে ভাল ফল করতে চাই। এর মধ্যে আইপিএল হবে, তাই আমি সেখানেও ভাল করাই লক্ষ্য। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ম্যাচ খেলার চেষ্টা করব।" 

১৪৯টি একদিনের ম্যাচে এখনও পর্যন্ত ৬২৮৪ রান করেছেন গব্বর। গড় ৪৫.৫৩। স্ট্রাইক রেট ৯৩.৩৭। সঙ্গে রয়েছে ১৭টি শতরান ও ৩৫টি অর্ধ শতরান। 

আরও পড়ুন: Exclusive| Arun Lal : কেন বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ লাল? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli, ENG vs IND: কুঁচকির চোটের জন্য খেলছেন না বিরাট, জানালেন রোহিত

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.