Shoaib Akhtar: আসছে বায়োপিক! জানিয়ে দিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চারদিকে সাদা ধোঁওয়া। তার মধ্যে দৃশ্যমান রেললাইন। ছুটে আসছে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' ( RAWALPINDI EXPRESS)! শোয়েব আখতার (Shoaib Akhtar) তাঁর আসন্ন বায়োপিকের টিজার প্রকাশ করেই জানিয়ে দিলেন যে, এবার তাঁর জীবন ফুটে উঠবে পর্দায়। কিংবদন্তি প্রাক্তন পাক স্পিডস্টার তাঁর এক্সপ্রেস গতির বোলিংয়ের জন্যই বাইশ গজে পরিচিত 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' নামেই। বায়োপিকের নামকরণও হয়েছে সেই নামে। 

শোয়েব বায়োপিকের ঝলকের ভিডিয়ো পোস্ট করার সঙ্গেই লিখে দিলেন, "অসাধারণ এক যাত্রার শুভারম্ভ হচ্ছে। আমার বায়োপিকের ঘোষণা করে দিলাম। যেখানে আমার গল্প, আমার জীবন ফুটে উঠবে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে যাওয়াই 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। আপনারা এমন এক রাইড নিতে চলেছেন, যা আগে কখনও নেননি। পাকিস্তানি স্পোর্টসপার্সনের ওপর এই প্রথম  কোনও বিদেশি ছবি হচ্ছে।" এই ট্যুইটের সঙ্গেই আখতার শেষে জুড়ে দিয়েছেন "কন্ট্রোভার্সিয়ালি ইওরস"। বুঝিয়ে দিলেন যে বিতর্কিত হতে চলেছে তাঁর বায়োপিক। কারণ "কন্ট্রোভার্সিয়ালি ইওরস" তাঁর আত্মজীবনীরও নাম। আগামী বছর ১৬ নভেম্বর আখতারের বায়োপিক মুক্তি পাবে। মহম্মদ ফরাজ কাইজার এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলভারির নজির এখনও রয়েছে আখতারের ঝুলিতে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বল করেছিলেন ১৬১ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আখতার ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। শুধু এশিয়ারই নন, বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা জোরা বোলারদের তালিকায় থাকবে তাঁর নাম। ৪৬টি টেস্ট (১৭৮টি উইকেট),  ১৬৩টি ওয়ানডে (২৪৭টি উইকেট) ও ১৫টি টি-২০ ম্যাচ (১৯) খেলেছেন পাকিস্তানের হয়ে। 

আরও পড়ুন: WATCH | WI vs IND: রান তাড়া করে জয়ের রেকর্ড ইন্ডিয়ার! দেখুন সাজঘরে ধাওয়ানদের সেলিব্রেশন

আরও পড়ুনWI vs IND: উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গেই ভারত লিখল ওয়ানডে ইতিহাস

আরও পড়ুন: Ravi Shastri | Test Cricket: টেস্ট বাঁচিয়ে রাখার কড়া দাওয়াই দিলেন শাস্ত্রী, বলছেন কমাতে হবে দল!

আরও পড়ুনSunil Gavaskar: বিদেশে ফের গাভাসকরের নামে স্টেডিয়াম! কী বললেন কিংবদন্তি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Shoaib Akhtar announces launch of his biopic
News Source: 
Home Title: 

 আসছে বায়োপিক! জানিয়ে দিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'

Shoaib Akhtar: আসছে বায়োপিক! জানিয়ে দিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'
Caption: 
আসছে আখতারের বায়োপিক
Yes
Is Blog?: 
No
Section: