চ্যাম্পিয়ন্স লিগে পাকিস্তানি দলকে ভিসা দিল না ভারত, শোয়েব আখতারের রোষানলে পিসিবি

চ্যাম্পিয়ন্স লিগে ফয়সালাবাদ উলভসের ক্রিকেটারদের ভারত সরকার ভিসা দেয়নি। আর এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই একহাত নিলেন শোয়েব আখতার। তিনি বলেন বিসিসিআই-এর চাটুকারিতা ত্যাগ করে দেশের ক্রিকেটের উন্নয়নে নজর দেওয়া উচিত পিসিবি-র।

Updated By: Sep 12, 2013, 09:37 PM IST

চ্যাম্পিয়ন্স লিগে ফয়সালাবাদ উলভসের ক্রিকেটারদের ভারত সরকার ভিসা দেয়নি। আর এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই একহাত নিলেন শোয়েব আখতার। তিনি বলেন বিসিসিআই-এর চাটুকারিতা ত্যাগ করে দেশের ক্রিকেটের উন্নয়নে নজর দেওয়া উচিত পিসিবি-র।
চ্যাম্পিয়ন্স লিগে ফয়সালাবাদ উলভসের ক্রিকেটারদের ভারত সরকার ভিসা না দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই একহাত নিলেন শোয়েব আখতার। এই পাক স্পিডস্টার বলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চাটুকারিতার পথ ত্যাগ করতে হবে। ভারত সরকারের সঙ্গে পাক সরকারের সম্পর্কের উন্নতি না হলে বিসিসিআই কখনই ভিসার ব্যাপারে কোনও সাহায্য করতে পারে না। এটা ভালভাবেই জানেন পাক ক্রিকেট বোর্ডের কর্তারা। তা সত্ত্বেও সারাক্ষণ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে উপস্থিত হন তাঁরা। পাক বোর্ড ভারত-পাক সিরিজের জন্য সারাক্ষণ কাঁদুনি গেয়ে যাচ্ছে বিসিসিআইয়ের কাছে। অথচ নিজের দেশের ক্রিকেটের উন্নতির জন্য কোনও পদক্ষেপ নেয়নি পিসিবি। এমনটাই দাবি শোয়েব আখতারের।
তিনি বলেন পিসিবির এখনই উচিত বিসিসিআই-এর চাটুকারিতা ত্যাগ করে স্বাবলম্বী হওয়ার দিকে নজর দেওয়া। দেশের ক্রিকেট পরিকাঠামোর উন্নতি করা। পাকিস্তান দলকে শক্তিশালী করার কথা ভাবতে হবে সকলকে। ইমরান খানের মত অধিনায়ক কেন উঠে আসছে না তার কথা ভাবুক পিসিবি। তাতে আগামিদিনে পাকিস্তান ক্রিকেট হারানো সম্মান ফিরে পাবে বলে মনে করেন শোয়েব।

.