ভারতের বোলিং কোচ হতে চেয়ে শোয়েব বললেন, আরও ভয়ঙ্কর ফাস্ট বোলার তৈরি করব!
এর আগে পাক পেসার ওয়াসিম আক্রম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর বোলিং কোচ হয়েছিলেন, সেই পথেই এবার হাঁটতে চাইছেন শোয়েব আখতার।
নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই আক্ষেপের সুরে শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তান আমাকে কোনও কাজে লাগাচ্ছে না। বেশ কয়েকবার পাকিস্তানের বোলিং কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিজের দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনও সদুত্তর পাননি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। এবার ভারতের বোলিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হ্যালো আপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন,"ভবিষ্যতে ভারতীয় বোলারদের নিয়ে কাজ করার কোনও রকম সুযোগ পেলে তা তিনি লুফে নেবেন।" এর আগে পাক পেসার ওয়াসিম আক্রম আইপিএলে কলকাতা নাইট রাইডার্স-এর বোলিং কোচ হয়েছিলেন, সেই পথেই এবার হাঁটতে চাইছেন শোয়েব আখতার।
সাক্ষাৎকারে তিনি বলেন,"আমি কোচ হতে চাই। যা শিখেছি তা অন্যদের শেখাতে চাই। এটাই আমার কাজ। বর্তমান প্রজন্মের বোলারদের কাছে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি আরও দ্রুতগতির ভয়ঙ্কর বোলার তৈরি করব, যারা প্রতিটা বলে ব্যাটসম্যানদের চমকে দেবে।"
আরও পড়ুন - সপরিবারে তুরিনে ফিরেই ১৪ দিনের কোয়ারান্টিনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো