Tokyo Olympics 2020: ফাইনালে উঠতে ব্যর্থ Manu Bhaker, নিরাশ করলেন Rahi Sarnobat
Tokyo Olympics 2020-র শুটিং ইভেন্ট থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে ভারতকে।
নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-র শুটিং ইভেন্ট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে। আশাহত করলেন ভারতের রাহি সার্নোবাত (Rahi Sarnobat) ও মনু ভাকের (Manu Bhaker)। ফাইনালে উঠতে ব্যর্থ হলেন। ২৫ মিটার পিস্তলে ব্যর্থ হলেন মনু ভাকের।
ফাইনাল খেলার সুযোগ পান প্রথম আট জন প্রতিযোগী। প্রথম যোগ্যতা অর্জন পর্বে পাঁচ নম্বরে শেষ করেন মনু। তবে দ্বিতীয় রাউন্ডে ১৫ নম্বর স্থান পান তিনি। তাঁর স্কোর ৫৮২। প্রতিযোগিতা থেকে বেরিয়ে গেলেন রাহি সার্নোবাতও (Rahi Sarnobat)। এর আগে টোকিও অলিম্পিক্সের ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন মনু ভাকের (Manu Bhaker) ও সৌরভ চৌধুরী (Saurabh Chaudhary) জুটি। যোগ্যতা অর্জনের প্রথম পর্বে দুর্দান্ত খেললেও, দ্বিতীয় পর্বে সেই খেলা ধরে রাখতে পারেননি তিনি।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: পদকের আশা জিইয়ে তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে Deepika Kumari
আরও পড়ুন: India vs Sri Lanka: দুরন্ত প্রত্যাবর্তনে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন প্রথম পর্বের ম্যাচে শীর্ষ স্থানে খেলা শেষ করেছিলেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী। এরপরই তাঁদের পদক জয়ের আশায় বুক বাঁধছিল দেশ। তবে অচীরেই সেই আশা চুর্ণ হয়।