'ছেলে চাষি হতে চাইনি বলেই এই সাফল্য', শুভমানের বিরাট কীর্তিতে জানালেন বাবা

ছোটবেলা থেকেই দিনে পাচ ঘন্টা করে ব্যাটিং অনুশীলন করত শুভমান। তাকে লখিন্দর ও তার কর্মচারীরা পর্যন্ত বল করতেন। পরে একটা বোলিং মেশিন কিনে দিয়েছিলেন। লখিন্দর জানিয়েছেন ছেলে ফিরলে তার বিশ্বকাপে খেলা ব্যাটগুলি বাড়িতে যত্ন করে সাজিয়ে রাখবেন।

Updated By: Jan 31, 2018, 09:19 PM IST
'ছেলে চাষি হতে চাইনি বলেই এই সাফল্য', শুভমানের বিরাট কীর্তিতে জানালেন বাবা

নিজস্ব প্রতিবেদন: প্রবাদ আছে চাষার ব্যাটা চাষাই হয়। তা যে সম্পূর্ন ভুল তা আরও একবার প্রমাণ করে দিলেন ভারতের অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটার শুভমান গিল। 

আরও পড়ুন- ৬০ টাকার ছুতোর মিস্ত্রি থেকে লাখপতি ক্রিকেটার, এটাই আইপিএল

মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ম্যাচ জেতানো শতরান করেছেন এই পঞ্জাব পুত্র। গোটা বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করার পর আসল সত্যিটা সামনে আনলেন শুভমানের বাবা লখিন্দর গিল। তিনি জানিয়ে দিলেন ছেলে তার মতন কৃষক হতে চায়নি বলেই আজ তাঁরা এই দিন দেখতে পাচ্ছেন। লখিন্দর বলেন অদম্য জেদ আজ শুভমানকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। 

আরও পড়ুন- 'ভারত বিদ্বেষী' বিদেশিকে দলে নিল রাজস্থান, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ছোটবেলা থেকেই দিনে পাচ ঘন্টা করে ব্যাটিং অনুশীলন করত শুভমান। তাকে লখিন্দর ও তার কর্মচারীরা পর্যন্ত বল করতেন। পরে একটা বোলিং মেশিন কিনে দিয়েছিলেন। লখিন্দর জানিয়েছেন ছেলে ফিরলে তার বিশ্বকাপে খেলা ব্যাটগুলি বাড়িতে যত্ন করে সাজিয়ে রাখবেন।

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

.