'আইপিএল-এ গরু ছাগলের মতো ক্রিকেটারদের কেনা বেচা হয়'

আইপিএলের নিলাম নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গাঙ্গুলিও। তাঁর মতে নিলামে ক্রিকেটারদের মান অনুযায়ী টাকা দেওয়া হয় না। তাই ঋদ্ধির মতন ক্রিকেটাররা দাম কম পান। আর মনীশ পাণ্ডে টেস্ট না খেলেও পেয়ে যান বড় অঙ্কের টাকা।

Updated By: Jan 31, 2018, 09:14 PM IST
'আইপিএল-এ গরু ছাগলের মতো ক্রিকেটারদের কেনা বেচা হয়'
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: আইপিএলে ক্রিকেটারদের নিলাম নিয়েই এবার ক্রিকেট বিশ্বে প্রশ্ন উঠে গেল। প্রশ্ন তুলল নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। গরু ছাগলের মতো ক্রিকেটারদের কেনা বেচা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। নিলামের পদ্ধতি বদলের দাবি তুলেছেন এনজেসিপিএ প্রধান হিথ মিলস। ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী ইতিমধ্যেই আর্থিক তছরূপের টুর্নামেন্ট আখ্যা দিয়েছেন আইপিএলকে। তারপর এনজেসিপির অভিযোগে বেশ চাপে পড়ল বিসিসিআই। চাপে পড়ে আইপিএলের সিইও হেমাঙ্গ আমিন জানিয়েছেন তাঁরা ড্রাফটিং সিস্টেম চালু করার কথা ভাবছেন।

আরও পড়ুন- ৬০ টাকার ছুতোর মিস্ত্রি থেকে লাখপতি ক্রিকেটার, এটাই আইপিএল

আরও পড়ুন- 'ভারত বিদ্বেষী' বিদেশিকে দলে নিল রাজস্থান, তোলপাড় সোশ্যাল মিডিয়া

আইপিএলের নিলাম নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ গাঙ্গুলিও। তাঁর মতে নিলামে ক্রিকেটারদের মান অনুযায়ী টাকা দেওয়া হয় না। তাই ঋদ্ধির মতন ক্রিকেটাররা দাম কম পান। আর মনীশ পাণ্ডে টেস্ট না খেলেও পেয়ে যান বড় অঙ্কের টাকা।

 

খেলার আরও খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ১১টায়   

 

.