দুবারের চ্যাম্পিয়নকে হারিয়ে ডেনমার্ক সুপার সিরিজের ফাইনালে সিন্ধু

ডেনমার্ক সুপার সিরিজের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডিমন্টনের নতুন সেনসেশনাল পি ভি সিন্ধু। শুধু ফাইনালে উঠলেন প্রথমবার, তাঁর কৃতিত্ব এটুকুই নয়।

Updated By: Oct 17, 2015, 09:06 PM IST
দুবারের চ্যাম্পিয়নকে হারিয়ে ডেনমার্ক সুপার সিরিজের ফাইনালে সিন্ধু

ওয়েব ডেস্ক: ডেনমার্ক সুপার সিরিজের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডিমন্টনের নতুন সেনসেশনাল পি ভি সিন্ধু। শুধু ফাইনালে উঠলেন প্রথমবার, তাঁর কৃতিত্ব এটুকুই নয়।
ফাইনালে উঠতে তিনি প্রথম সেমিফাইনালে হারালেন দুবারের চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিনকে।
এক ঘন্টা ১৪ মিনিটের ম্যাচে সিন্ধু জিতলেন ২১-১৫, ১৮-২১ এবং ২১-১৭ পয়েন্টে। ম্যাচের শুরু থেকে ফেভারিট ছিলেন দুবারের চ্যাম্পিয়ন মারিনই। কিন্তু বিশ্বরাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা সিন্ধু প্রথম গেম খুব সহজেই জিতে নেন ২১-১৫ পয়েন্টে। এতে ভারতীয় ব্যাডমিন্টন তারকার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।
এর আগে দুজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এই প্রতিযোগিতায় জিতেছেন। ১৯৮০ সালে জিতেছিলেন প্রকাশ পাড়ুকোন এবং ২০১২-তে জিতেছিলেন সাইনা নেওয়াল। এবার সেই একই কৃতিত্বের অধিকারী হতে সিন্ধুকে জিততে হবে আর মাত্র একটি ম্যাচ। প্রসঙ্গত, সাইনা নেওয়াল এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এবার।

.