বিরাটের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির অভাব নিয়ে বিরাট কোহলির বক্তব্যের সঙ্গে সহমত সৌরভ গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরের আগে প্রস্তুতির অভাব নিয়ে বৃহস্পতিবার অসন্তোষপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি। এনিয়ে বর্তমানের পাশে দাঁড়ালেন প্রাক্তন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, ''ক্রিকেট সূচি নিয়ে একদম ঠিক কথা বলেছে বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলকে প্রস্তুতির সুযোগ দেওয়া উচিত ছিল।''
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবে ভারতীয় দল। দুটো সিরিজের মাঝে আলাদা করে প্রস্তুতির সময় নেই। ফলে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক পিচে সমস্যা পড়তে পারেন কোহলিরা। সেটাই ধরা পড়েছে বিরাটের কথায়।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি হয়নি, সময় না পেয়ে বোর্ডকে দুষলেন বিরাট!
ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম শতরান করেছেন বিরাট কোহলি। সচিনের ১০০ শতরানের রেকর্ড কি ভাঙতে পারবেন তিনি? সৌরভের মতে, ''একদিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরানের কাছাকাছি পৌঁছতে পারে বিরাট। ওর এখনই ৩২টি শতরান রয়েছে। তবে টেস্টে লিটল মাস্টারের ৫১টি শতরান ধরা একটু কঠিন হবে।'' একইসঙ্গে সৌরভ মনে করিয়ে দিয়েছেন, ''বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত রান করা বেশ শক্ত। আমার ও সচিনের ক্ষেত্রেও তাই হয়েছে। বিরাটের ক্ষেত্রেও রাস্তাটা কঠিন হবে।''