বিসিসিআই'কে দিন-রাতের টেস্ট আয়োজনের প্রস্তাব সৌরভের

যত দ্রুত সম্ভব দিন রাতের টেস্টের দিকে ঝোকা উচিত বিসিসিআই-এর। সৌরভ মনে করেন গোলাপি বলে দলীপ ট্রফি সফল হয়েছে। ফলে সমস্যার কিছু নেই। বোর্ডের অন্য কর্তারা অবশ্য ভাবছেন শুধু দিন রাতের টেস্ট করলেই হবে না দর্শকদের বিনোদনের ব্যবস্থার কথাও ভাবতে হবে।

Updated By: Dec 14, 2017, 08:59 PM IST
বিসিসিআই'কে দিন-রাতের টেস্ট আয়োজনের প্রস্তাব সৌরভের

নিজস্ব প্রতিবেদন: টেস্ট ক্রিকেটকে আকর্ষনীয় করতে ভারতীয় বোর্ডকে অভিনব প্রস্তাব দিলেন সৌরভ গাঙ্গুলি। ইদানিং টেস্টে ম্যাচে সেভাবে মাঠ ভরছে না। তাই প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ দিন-রাতের টেস্টের দিকে ঝোঁকা উচিত বিসিসিআইয়ের। 

আরও পড়ুন-  ডবলের ট্রিপল করে ইতিহাসে 'হিটম্যান'

সমর্থকদের কাছে টেস্ট ক্রিকেটের আকর্ষণ ক্রমশ কমছে। টিকিট বিক্রির টাকাও তেমন আসছে না। তাই দর্শকদের মাঠে টানতে বিসিসিআইকে এবার দিন-রাতের টেস্টের পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড সূত্রে জানা গেছে সৌরভ নাকি বোর্ডের এসজিএমে এই প্রস্তাব দিয়েছেন। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা টেস্ট থেকে তার সংস্থা সিএবি গেট মানি হিসেবে মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা পেয়েছে। নাগপুর পেয়েছে উনপঞ্চাশ লক্ষ টাকা। তাই যত দ্রুত সম্ভব দিন রাতের টেস্টের দিকে ঝোকা উচিত বিসিসিআই-এর। সৌরভ মনে করেন গোলাপি বলে দলীপ ট্রফি সফল হয়েছে। ফলে সমস্যার কিছু নেই। বোর্ডের অন্য কর্তারা অবশ্য ভাবছেন শুধু দিন রাতের টেস্ট করলেই হবে না দর্শকদের বিনোদনের ব্যবস্থার কথাও ভাবতে হবে।

আরও পড়ুন- 'মোহালির মন্দিরে মহেন্দ্রই ঈশ্বর', ধোনির পা ছুঁয়ে প্রনাম করতে মাঠে দর্শক

রাত ১১টায় দেখুন স্পোর্টস ২৪ শুধুমাত্র ২৪ ঘণ্টা'য়

.