Sourav Ganguly | AUS vs IND: ভারতের চরম ভরাডুবি, আলোচনায় গম্ভীর থেকে বিরাট-রোহিত! সৌরভের অকপট ব্যাখ্যা
Sourav Ganguly On BGT 2024-2025: ভারত কেন হারল বর্ডার-গাভাসকর ট্রফি? একেবারে পয়েন্ট ধরে অজিভূমে ব্যর্থতার কারণ ব্যাখ্যা সৌরভের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ বছর পর বর্ডার-গাভাসকর (BGT 2024-2025) ট্রফি হাতছাড়া ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। কেন টিম ইন্ডিয়া হারল বর্ডার-গাভাসকর ট্রফি? অজিভূমে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে রবিবার দুপুরে মিডিয়া ফুটবল টুর্নামেন্টে পাওয়া গিয়েছিল মহারাজকে। সাংবাদিক-ফুটবলারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি নিজেও জালে বল পাঠিয়েছেন সৌরভ। আর তিনি কোনও অনুষ্ঠানে থাকা মানেই, ক্রিকেট নিয়ে অবধারিত ভাবে কথা হবে। এদিন সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছিল গৌতম গম্ভীরের কোচিং থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রসঙ্গও।
আরও পড়ুন: 'দেখব, এই দলের ক'জন পরের রাউন্ডের রঞ্জি খেলছে'! গম্ভীরকে চরম কটাক্ষ গাভাসকরের
(ফুটবলে মাতলেন সৌরভ, ভোলেননি প্রাণের এই খেলাও)
সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, কেন ভারতকে হারতে হল বর্ডার-গাভাসকর ট্রফি? সৌরভ বলেন, 'ভারত ভালো ব্যাটিং করেনি, টেস্ট ক্রিকেটে ভালো ব্যাট করতে হবে, ১৭০-১৮০ করলে টেস্ট ম্যাচ জিতবে না। ৩৫০-৪০০ করতে হবে।' ভারতের মিডল অর্ডারের ভরাডুবি ও ঋষভ পন্থের ভূমিকা নিয়ে যখন সৌরভকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, 'আলাদা করে কোনও ব্যক্তি নয়, সবাইকে রান করতে হবে।'
আরও পড়ুন: গম্ভীর থাকবেন কতক্ষণ, কোচ যাবেন 'বিসর্জন'! হটসিটে বসার দৌড়ে ৩ ভারতীয় নক্ষত্র...
৫ টেস্টের ৯ ইনিংসে বিরাট কোহলির ঝুলিতে এসেছে মাত্র ১৯০ রান! পার্থে প্রথম টেস্টে ১০০ করার পর শেষ সাত ইনিংসে তাঁর সর্বাধিক স্কোর ছিল মাত্র ৩৬ রান! প্রাক্তন ভারত অধিনায়ক ও রানমেশিন কোহলি! বিগত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিক ভাবে হতশ্রী ফর্মে রয়েছেন। এবার তাঁর লাল বলের কেরিয়ারে সময়ে ফুরিয়ে এসেছে বলেই মত অনকের! অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে বারবার একই ভাবে আউট হয়েছেন বিরাট। সৌরভও যা দেখে সন্দিহান। তিনি বললেন, ' আমি বুঝতে পারি না, এত বড় প্লেয়ার তো, ও নিশ্চয়ই সমাধান বার করে নেবে।'
অধিনায়ক রোহিতেরও রানের চরম খরা! ২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছে ৬.২! বিজিটি-তে তিনি টেস্টে মাত্র ৩১ রানই করেছেন! কোহলির মতো রোহিতও চূড়ান্ত সমালোচিত! মাঝখানে শোনা গিয়েছিল যে রোহিত সম্ভবত টেস্ট থেকে সড়ে দাঁড়াচ্ছেন। কিন্তু রোহিত যাবতীয় জল্পনায় জল ঢেলে জানিয়ে দিয়েছেন যে, তিনি টেস্ট থেকে অবসর নিচ্ছেন না, রান পাচ্ছেন না বলেই শেষ টেস্ট খেলেননি। রোহিতের এই সিদ্ধান্তের প্রসঙ্গে সৌরভের মত, ' এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, ও কী করবে ওর ব্যাপার।'
গতবছর টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গেই রাহুল দ্রাবিড় জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গতবছর ৯ জুলাই প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ এক্সে পোস্ট করে জানিয়ে দেন যে, ভারতের পরবর্তী হেড কোচ হচ্ছেন গম্ভীর। দেশের জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন ওপেনার শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নিয়েছিলেন। যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরেই সিলমোহর দিয়েছিল।তাঁর কোচিংয়ে তিনটি টি-২০ ও তিনটি ওডিআই খেলে ভারত! তবে গম্ভীর দায়িত্ব নেওয়ার ছ'মাসের ভিতরেই ভারতীয় ক্রিকেটে ঝড় উঠে গিয়েছে! একের পর এক ভরাডুবি! পরের পর ব্যর্থতায়, সাফল্য খুঁজতে হচ্ছে এখন!
মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানোর পরেই, গম্ভীরকে ভারতের কোচ করার নীলনকশা তৈরি করে ফেলেছিল বিসিসিআই। গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কায় ভারত দারুণ শুরু করে। তাদের শুরুতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করে, তবে ওডিআই সিরিজ শ্রীলঙ্কা ২-০ জিতে নেয়। ২৭ বছরের প্রথমবার ভারতকে ওডিআই সিরিজ হারতে হয়েছিল। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জেতে। এরপর তিন ম্যাচের টি-২০ সিরিজেও পদ্মাপারের দেশকে ভারত চুনকাম করে। এরপরেই শুরু ঐতিহাসিক লজ্জা! ভারতের ঘরে ঢুকে নিউ জিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে। এক-দুই নয় পাক্কা ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত। এখানেই শেষ নয়, ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হতে হল টিম ইন্ডিয়াকে। এরপর আবার ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হল ভারতের! গম্ভীরের মার্কশিট চাওয়া হলে সৌরভ বলেন, 'পারফর্ম করতে হবে আর কী বলব, সবাইকে পারফর্ম করতে হবে।'
আরও পড়ুন: 'গৌতম গম্ভীরকে অবিলম্বে বরখাস্ত...' আর রেয়াত করা হল না! শুনিয়ে দেওয়া হল নিদান
সৌরভ আসায় উৎসাহের বাঁধ ভেঙেছিল এদিন। প্রবল ভিড়ের মাঝেও মিডিয়া ফুটবল নিয়ে নিজের আবেগের কথা প্রকাশ করেন তিনি। ক্লাব ছাড়ার আগে বলে যান, 'সিএসজেসি-র পাশে তিনি থাকবেন সব সময়।' সৌরভ আরও বলেন, ‘সানা আজ লন্ডনে ফিরে যাচ্ছে। আমি চলে যাচ্ছি দক্ষিণ আফ্রিকায়। প্রবল ব্যস্ত। তারমধ্যেও এলাম ভালোবাসার টানে।'
অনেক বছর পর আবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নিজস্ব মাঠে ফিরেছে এই ফুটবল টুর্নামেন্ট। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়া মিলিয়ে মোট ২২ টিম অংশ নিয়েছে। সকালে ফুটবলারদের সঙ্গে পরিচয় করে যান প্রাক্তন তারকা ফুটবলার আলভিটো ডি’কুনহা। এসেছিলেন, মহামেডান কর্তা বেলাল আহমেদ খান। অর্জুনজয়ী ফুটবলার শান্তি মল্লিকও ছিলেন সারাক্ষণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত টিমরা উঠেছে নক আউটে। আগামিকাল সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। মহিলা সাংবাদিকদেরও একটি প্রীতি ম্যাচ রয়েছে। সোম বিকেলে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেবেন সদ্য সন্তোষ জয়ী বাংলার কোচ সঞ্জয় সেন।
আরও পড়ুন: বিরাট-রোহিত যুগের অবসান! দুই মহীরুহর ভবিষ্যৎ লিখল বিসিসিআই! বোমা ফাটালেন গৌতিই...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)