ধোনির বিকল্প বাছলেন সৌরভ

 সৌরভ এই তরুণ তুর্কিকে কুর্ণিশ জানালেন। তবে এমএসডির জায়গায় এখনই তাঁকে বসাতে রাজি নন।

Updated By: May 11, 2018, 05:25 PM IST
ধোনির বিকল্প বাছলেন সৌরভ

সুখেন্দু সরকার

 

৬৩ বলে অপরাজিত ১২৮ রানের পর তাঁকে নিয়ে এমন প্রশ্ন অবাঞ্ছিত নয়। ঋষভ পন্থকে কি এবার মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসাবে ভাবা যায় না?

আরও  পড়ুন - ধোনিদের পথে মেসিরা, এবার নু ক্যাম্পে মা তুঝে সালাম

মহেন্দ্র সিং ধোনির বিকল্প কে হতে পারেন তা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে দীর্ঘদিনের জল্পনা। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলছেন এই ব্যাপারে? চলতি আইপিএলে একের পর এক ম্যাচে দিল্লির ঋষভ ব্যাটিং ঝড় তুলেছেন। সৌরভ এই তরুণ তুর্কিকে কুর্ণিশ জানালেন। তবে এমএসডির জায়গায় এখনই তাঁকা বসাতে রাজি নন। যুক্তি দিয়ে বুঝিয়ে বললেন, 'ঋষভ একটানা ভাল ব্যাট করছে ঠিকই। তবে ওকে এখনই ধোনির বিকল্প হিসাবে বলা যাবে না। ধোনির জায়গায় কেউ যদি সুযোগ পায় তবে সেটা দীনেশ কার্তিক হওয়া উচিত। নিদাহাস ট্রফিতে ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছে। ঋষভ টি-২০ ম্যাচে ভাল খেলছে। তবে ওকে এখনও একদিন ও টেস্টে ভাল খেলতে হবে। তার থেকেও বড় কথা, ঋষভকে একটানা ভাল পারফর্ম করতে হবে।'

আরও পড়ুন -  ক্লাব ক্রিকেটে ফিরছেন স্মিথ-ওয়ার্নার
 

.