জুনিয়র ক্রিকেটারদের 'পুষ্টিকর পাঠ' সৌরভের

 সঠিক পুষ্টি না পাওয়ার ফলে চেহারাই পার্থক্য গড়ে দেয় ক্রীড়াক্ষেত্রে, মত সৌরভ গাঙ্গুলির। 

Updated By: May 10, 2018, 08:13 PM IST
জুনিয়র ক্রিকেটারদের 'পুষ্টিকর পাঠ' সৌরভের

 

 

নিজস্ব প্রতিবেদন: খেলাধূলার ক্ষেত্রে পুষ্টির গুরুত্ব অপরিসীম। সঠিক পুষ্টি না পাওয়ার ফলে চেহারাই পার্থক্য গড়ে দেয় ক্রীড়াক্ষেত্রে, মত সৌরভ গাঙ্গুলির।

আরও পড়ুন- কলকাতার লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন ‘বস’, উগড়ে দিলেন ক্ষোভও

এক্ষেত্রে তিনি ক্রিস গেইলের তুলনা টেনে আনেন। এব্যাপারে তরুন প্রজন্মকে সচেতন করার উদ্যোগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। বাংলা ক্রিকেটের প্রশাসনে আসার পর থেকে সৌরভ এই বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি জানান বাংলার জুনিয়র ক্রিকেটারদের পুষ্টির বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সিএবি।

আরও পড়ুন- ‘ফার্স্ট ক্রাশ’-এর কথা স্ত্রীকে জানাতে মানা করলেন ধোনি!

 

.