আইপিএলের কলঙ্ক মোছাতে এবার আসরে সৌরভ গাঙ্গুলি, যোগ দিলেন মুদগলের তদন্ত কমিটিতে

আইপিএলের কলঙ্ক মোছাতে এবার আসরে সৌরভ গাঙ্গুলি, যোগ দিলেন মুদগলের তদন্ত কমিটিতে

Updated By: Jun 8, 2014, 08:01 PM IST

আইপিএলের স্পট ফিক্সিংয়ের তদন্তে গঠিত মুদগল কমিটিতে যোগ দিলেন সৌরভ গাঙ্গুলি। নতুন তদন্ত কমিটিতে একজন প্রাক্তন ক্রিকেটারকে চেয়েছিলেন প্রাক্তন বিচারপতি মুকুল মুদগল। সুপ্রিম কোর্টের কাছে আবেদনও করেছিলেন। শীর্ষ আদালত তাকে পছন্দ মতো একজন প্রাক্তন ক্রিকেটারকে কমিটিতে রাখার অনুমতি দিয়েছিল।

তার পরই মুকুল মুদগল সৌরভ গাঙ্গুলিকে আমন্ত্রন জানান। কমিটিতে থেকে তদন্তের কাজে সাহায্য করার অনুরোধও করেন। সৌরভ গাঙ্গুলি সেই অনুরোধে সাড়া দিয়ে মুদগলের তদন্ত কমিটিতে থাকার সম্মতি দেন। সৌরভের সঙ্গে মহিন্দার অমরনাথের নামও উঠেছিল। কিন্তু ক্রিকেটে সৌরভের সততার কথা মাথায় রেখে তাকে কমিটিতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

.