ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নিয়ে বিরাট-রোহিতের সঙ্গে বৈঠক করলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ
বৈঠকে ছিলেন কোহলির ডেপুটি রোহিত শর্মাও। ছিলেন বোর্ড সচিব জয় শাহও।
নিজস্ব প্রতিবেদন : বোর্ড সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বৈঠকে বসেন সৌরভ গাঙ্গুলি। সঙ্গে ছিলেন রোহিত শর্মাও। ভারতীয় ক্রিকেটের নানা ইস্যু ছাড়াও তিনজনের মধ্যে গোলাপি বল দিয়ে টেস্ট খেলা নিয়েও আলোচনা হয়।
বুধবারই আনুষ্ঠানিক ভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড সভাপতির চেয়ারে বসেই ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনায় সৌরভ গাঙ্গুলি। মুম্বইয়ে বৃহস্পতিবার এই হাইপ্রোফাইল বৈঠক হয়। বৈঠকে ছিলেন কোহলির ডেপুটি রোহিত শর্মাও। ছিলেন বোর্ড সচিব জয় শাহও।
All smiles at the Senior Selection Committee meeting earlier this afternoon as the teams for the forthcoming T20I & Test series against Bangladesh were announced #TeamIndia pic.twitter.com/BxA1S6Hc0Z
— BCCI (@BCCI) October 24, 2019
দায়িত্ব নিয়েই সৌরভ বলেছিলেন যে কোহলিই ভারতীয় ক্রিকেটের আসল লোক। সেইমতই ভারতীয় ক্রিকেটের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় তিনজনের মধ্যে। সৌরভ চাইছেন বাংলাদেশ সফরে ভারতীয় দল গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলুক। তা নিয়েও কোহলির সঙ্গে আলোচনা হয় বোর্ড সভাপতির। এই বৈঠকে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ছিলেন না। সূত্রের খবর, ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় সৌরভ-শাস্ত্রী বৈঠক হতে পারে।
আরও পড়ুন - আজ ইডেনে বোর্ড সভাপতি সৌরভকে সংবর্ধনা, হাজির থাকবেন আজহার-লক্ষ্মণ