আমফানের থাবা সৌরভের বাড়িতে... আমগাছ নিয়ে লড়াই মহারাজের

বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলির বাড়িতেও থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় আমফান।

Updated By: May 22, 2020, 12:16 AM IST
আমফানের থাবা সৌরভের বাড়িতে... আমগাছ নিয়ে লড়াই মহারাজের

নিজস্ব প্রতিবেদন: একদিকে করোনা সঙ্গে সাইক্লোন আমফান-জোড়া ধাক্কায় বেসামাল বাংলা। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবলীলা বাংলাজুড়ে। কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দুই চব্বিশ পরগণা, কলকাতা। আমফানের জেরে লণ্ডভণ্ড গোটা কলকাতা।  আমফানের তাণ্ডবে শহর কলকাতা কিংবা জেলায় জেলায় রাস্তায় প্রচুর গাছ ভেঙে পড়েছে। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২। আমফানের তাণ্ডব কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে শহর কলকাতা। আমফানের প্রভাব পড়েছে বেহালায় বোর্ড প্রেসিডেন্টের বাড়িতেও।

বেহালার বীরেন রায় রোডে সৌরভ গাঙ্গুলির বাড়িতেও থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় আমফান। আমফানের তাণ্ডবে মহারাজের বাড়িতে বিপজ্জনকভাবে হেলে পড়েছে একটি আমগাছ। বৃহস্পতিবার সেই গাছটিকে আগের জায়গায় ফিরিয়ে দিতে কম কসরত্ করতে হয়নি সৌরভকে। গাছের ডালে দড়ি বেঁধে আমগাছটিকে আবার পুরনো জায়গায় ফিট করে দেন।

সেই ছবি টুইটারে পোস্ট করে সৌরভ লিখেছেন, এই বয়সে লড়াই করে ঘাম বেরিয়ে গেল। আমফানের তাণ্ডবে হেলে পড়া আমগাছকে রক্ষা করে ভাইরাল দাদার কাণ্ডকারখানা।

 

আরও পড়ুন - অক্টোবরে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই!

.