মহারাজের ভোকাল টনিকে চাঙ্গা বাংলা দল

লাহলিতে বরোদার কাছে হারের পর সৌরভ গাঙ্গুলির ভোকাল টনিকে হঠাতই চাঙ্গা বাংলা দল। একেবারে খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠেছেন সায়ন ঘোষ,অমিত কুইলারা। তাদের সাফ কথা প্রতিপক্ষ কে? তা নিয়ে তারা ভাবছেন না। বাংলা দলের একটাই লক্ষ্য প্রতি ম্যাচে জয় তুলে আনা।

Updated By: Nov 27, 2016, 11:19 AM IST
মহারাজের ভোকাল টনিকে চাঙ্গা বাংলা দল

ওয়েব ডেস্ক: লাহলিতে বরোদার কাছে হারের পর সৌরভ গাঙ্গুলির ভোকাল টনিকে হঠাতই চাঙ্গা বাংলা দল। একেবারে খোঁচা খাওয়া বাঘ হয়ে উঠেছেন সায়ন ঘোষ,অমিত কুইলারা। তাদের সাফ কথা প্রতিপক্ষ কে? তা নিয়ে তারা ভাবছেন না। বাংলা দলের একটাই লক্ষ্য প্রতি ম্যাচে জয় তুলে আনা।

আরও পড়ুন- হংকং মাতাচ্ছেন সমীর-সিন্ধু

দলের টিম স্পিরিট এতটাই তুঙ্গে যে তামিলনাড়ুর বিরুদ্ধে পাঁচ উইকেট পাওয়ার পরও বরোদা ম্যাচে বাদ পড়ে হতাশ নন সায়ন ঘোষ। বাংলার এই পেসার মনে করেন দলের স্বার্থে ভাল পারফর্ম করা ক্রিকেটারকেও বসতে হতেই পারে। তা নিয়ে তারা হাহুতাশ করছেনই না। বরং দলের জয় কি করে আসবে সেটা নিয়েই ভাবছে গোটা দল। সায়নদের আশা টিম গেমের জোরেই কোয়ার্টার ফাইনালে উঠবে বাংলা দল।

আরও পড়ুন- মায়ের সঙ্গে প্রেমিকার দেখা করালেন রোনাল্ডো

.