টিম ইন্ডিয়ার কোচ বাছতে গিয়ে জল্পনার তুঙ্গে সৌরভ গাঙ্গুলি

এবার টিম ইন্ডিয়ার কোচ বাছতে ইন্টারভিউ নিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু ভবিষ্যতে নিজেই কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিতে চান। সৌরভের এই ইচ্ছায় জল্পনা তুঙ্গে।

Updated By: Jun 22, 2016, 11:15 AM IST
টিম ইন্ডিয়ার কোচ বাছতে গিয়ে জল্পনার তুঙ্গে সৌরভ গাঙ্গুলি

ওয়েব ডেস্ক: এবার টিম ইন্ডিয়ার কোচ বাছতে ইন্টারভিউ নিলেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু ভবিষ্যতে নিজেই কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিতে চান। সৌরভের এই ইচ্ছায় জল্পনা তুঙ্গে।

পরীক্ষক হয়ে পরীক্ষার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার কলকাতায় ভারতীয় দলের কোচ বাছাই করতে বসে নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ। সেখানেই ভবিষ্যতে ধোনি-কোহলিদের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মহারাজ।

১১ বছর আগে ভারত অধিনায়ক হিসেবে কোচ বাছাই তার বড় ভুল সিদ্ধান্ত ছিল। প্রকাশ্যে স্বীকার করলেন সৌরভ। স্বদেশী-বিদেশী মিলিয়ে মোট ২১ জনকে পরীক্ষা নেন বোর্ডের পরামর্শদাতা কমিটির তিন সদস্য সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষণ।

.