সৌরভ আশাবাদী ভারত ঠিক ঘুরে দাঁড়াবে বেঙ্গালুরু টেস্টে

বেঙ্গালুরুতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স অব্যাহত। দ্বিতীয় দিনের শেষে টিম কোহলির থেকে ইতিমধ্যে আটচল্লিশ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অসিদের হারে এখনও রয়েছে চারটে উইকেট। ভারতের হয়ে তিনটে উইকেট পেয়েছেন জাদেজা। দ্বিতীয় দিনে সারাদিন হাত ঘুরিয়েও বিশেষ দাঁত ফোটাতে পারলেন না রবিচন্দ্রন অশ্বিন।

Updated By: Mar 5, 2017, 11:15 PM IST
সৌরভ আশাবাদী ভারত ঠিক ঘুরে দাঁড়াবে বেঙ্গালুরু টেস্টে

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স অব্যাহত। দ্বিতীয় দিনের শেষে টিম কোহলির থেকে ইতিমধ্যে আটচল্লিশ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অসিদের হারে এখনও রয়েছে চারটে উইকেট। ভারতের হয়ে তিনটে উইকেট পেয়েছেন জাদেজা। দ্বিতীয় দিনে সারাদিন হাত ঘুরিয়েও বিশেষ দাঁত ফোটাতে পারলেন না রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন বেঙ্গালুরু টেস্টে চাপে ভারত, ইতিমধ্যে ৪৮ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আর তার নিটফল দ্বিতীয় দিনের শেষে আটচল্লিশ রানে এগিয়ে স্মিথরা। তা দেখে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি স্বীকারই করে নিলেন অসি স্পিনাররা এখনও পর্যন্ত এই সিরিজে ছাপিয়ে গেছেন অশ্বিনরা। তবে মহারাজ আশাবাদী ভারত ঠিক ঘুরে দাঁড়াবে এই টেস্টে।

আরও পড়ুন  টিমম্যান অধিনায়ক হিসেবে কাইফের চোখে সেরা অধিনায়ক সৌরভই

.