#T20 দেশের মাটিতে এবার অস্ট্রেলিয়া হারলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

Updated By: Nov 5, 2014, 06:15 PM IST
#T20 দেশের মাটিতে এবার অস্ট্রেলিয়া হারলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

 

Australia 144/6 (20/20 ov)। South Africa 145/3 (19.0/20 ov)

ওয়েব ডেস্ক: পাকিস্তানের কাছে লজ্জার টেস্ট সিরিজ হারের পর এবার দেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়া হারল ৭ উইকেটে। স্টেইন, ডিভিলিয়ার্স, হাসিম আমলাকে ছাড়াই খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা হেলায় হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। দুমিনির দলের জয়ে বড় ভূমিকা নিলেন দুই তরুণ কেলি জন অ্যাবোট (৩/২১) ও রিলে রসাউ (৫০ বলে ৭৮ রান)।

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই অস্ট্রেলিয়া হতাশ করল। তবে চোট সারিয়ে দলে ফিরে ভাল খেললেন শেন ওয়াটসন (৩৬ বলে ৫৪ রান)। খেলার শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। প্রথম দশ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ৬২ রান। শেষের দিকে জেমস ফকনারের ঝড়ো ৪৪ রানের সুবাদে অস্ট্রেলিয়া তোলে ১৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে কোন রান না ওঠার আগেই আউট হয়ে ফিরে যায় দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনরকিস। তবে এরপর রিলে রসাউ ও কুইন্টন ডি ককের দুরন্ত পার্টনারশিপে সহজেই জয়ের দোরগড়ায় চলে যায় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের এই টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ এগিয়ে গেল।

Tags:
.