ওয়ানডেতে আইসিসি-র বর্ষসেরা দলে ধোনি,কোহলির সঙ্গে দলে সামিও। টেস্ট দলে নেই কোনও ভারতীয়
বাংলার মহম্মদ সামির মুকুটে নতুন পালক। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন সামি। ওয়ানডে ক্রিকেটে যেভাবে দেশের জার্সিতে নিজেকে অপরিহার্য করে তুলেছেন, তারই পুরস্কার পেলেন সামি। গত বছর ২৬ অগাস্ট থেকে চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আন্তার্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে এই দল গঠন করা হয়েছে। আইসিসি-র ওয়ানডে বষর্সেরা একাদশে এবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে টানা সাতবার আইসিসির বষর্সেরা দলে ঠাঁই পেলেন ধোনি।
ওয়েব ডেস্ক: বাংলার মহম্মদ সামির মুকুটে নতুন পালক। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন সামি। ওয়ানডে ক্রিকেটে যেভাবে দেশের জার্সিতে নিজেকে অপরিহার্য করে তুলেছেন, তারই পুরস্কার পেলেন সামি। গত বছর ২৬ অগাস্ট থেকে চলতি বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আন্তার্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে এই দল গঠন করা হয়েছে। আইসিসি-র ওয়ানডে বষর্সেরা একাদশে এবারও অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। এই নিয়ে টানা সাতবার আইসিসির বষর্সেরা দলে ঠাঁই পেলেন ধোনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে ওয়ানডের বর্ষসেরা দলে ঠাঁই পেলেন চার ভারতীয়। ধোনি, সামির পাশাপাশি ওয়ানডে বর্ষসেরা দলে থাকলেন বিরাট কোহলি,রোহিত শর্মাও। তবে দলে রাখা হল না সুরেশ রায়নাকে। সাধারণ মানুষের বিচারে আইসিসির 'পিপিলস চয়েস অ্যাওয়ার্ড' জিতলেন ভূবনেশ্বর কুমার।
তবে ওয়ানডে দলে চারজন থাকলেও বর্ষসেরা টেস্ট দলে একজন ভারতীয়ও সুযোগ পাননি। টেস্টে ভারতীয় দলের একের পর এক ব্যর্থতাই এর কারণ। আইসিসি বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট, ওয়ানডে দুটো দলেই জায়গা পেয়েছেন।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল-মহম্মদ হাফিজ, কুইন্টন ডি কক,বিরাট কোহলি,জর্জ বেইলি,এ বি ডিভিলিয়ার্স, এমএসধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), ডয়েন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন,মহম্মদ সামি, অজন্তা মেন্ডিস, রোহিত শর্মা।
আইসিসি বর্ষসেরা টেস্ট দল- ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকরা,এ বি ডিভিলিয়ার্স, জো রুট, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক, মিচেল জনসন, স্টুয়ার্ট ব্রড, ডেল স্টেইন,রঙ্গনা হেরাথ, টিম সাউদি,রস টেলর (দ্বাদশ ব্যক্তি)