Cheteshwar Pujara: প্রথম বলেই ডাক! ফের ব্যর্থ পূজারা, অপ্রত্যাশিত রেকর্ডে লেখালেন নাম

আবারও ব্যর্থ চেতেশ্বর পূজারা! এমন রেকর্ডে তাঁর নাম ওঠা প্রত্যাশিত ছিল না।

Updated By: Dec 26, 2021, 07:18 PM IST
Cheteshwar Pujara: প্রথম বলেই ডাক! ফের ব্যর্থ পূজারা, অপ্রত্যাশিত রেকর্ডে লেখালেন নাম

নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) খারাপ ফর্ম দক্ষিণ আফ্রিকাতেও অব্যাহত। ভারতের ভরসামান 'টেস্ট স্পেশালিস্ট' ফের একবার ডাঁহা ব্য়র্থ হলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (SA VS IND) তিন ম্যাচের টেস্ট সিরিজের শুভারম্ভ হয়েছে রবিবার। বক্সিং-ডে টেস্টে মুখোমুখি কোহলি (Virat Kohli) বনাম ডিন এলগার (Dean Elgar)। 

এদিন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই ডাক হন পূজারা। আর এর সঙ্গেই  এক অপ্রত্যাশিত রেকর্ডে নিজের নাম লেখালেন পূজারা! এই নিয়ে পূজারা তিনে ব্যাট করতে নেমে ৯ বার টেস্টে ডাক হলেন। পূজারা টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকারকে (৮ বার ডাক)। পূজারার এটিই দ্বিতীয় গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট)। এর আগে তিন বছর আগে এই দক্ষিণ আফ্রিকাতেই পূজারা  গোল্ডেন ডাক হয়েছিলেন।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: শুভমের ব্যাটে ট্রফি হিমাচলের, ট্র্যাজিক নায়ক Dinesh Karthik

ভারতের হয়ে টেস্টে তিনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ডাক:
  
চেতেশ্বর পূজারা- ৯ বার ডাক
দিলীপ বেঙ্গসরকার- ৮ বার ডাক
রাহুল দ্রাবিড়- ৭ বার ডাক
মহিন্দর অমরনাথ -৬ বার ডাক
অজিত ওয়াদেকর - ৫ বার ডাক
 
ময়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর পূজারা এদিন তিনে ব্যাট করতে নামেন। লুঙ্গি নিদির প্রথম বলই পূজারার ব্যাটে লেগে উঠে যায়। পরিবর্ত ফিল্ডার কিগান পিটারসেন ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন। ঘটনাচক্রে পূজারার ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। পূজারা লাল বলের ক্রিকেটে বিগত ৪২টি ইনিংসে তিনে নেমে সেঞ্চুরি পাননি। পূজারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টে ৯৫ রান করেছিলেন। এই টেস্টে সিরিজ তাঁর কাছে বিরাট পরীক্ষার মঞ্চ। এখন দেখার পূজারা কীভাবে ফর্মে ফিরতে পারেন!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.