`এস সেভেনে` দক্ষিণ আফ্রিকার জয়
মাত্র ৪২ বলের খেলা! টি টোয়েন্টির জায়গায় যাকে অনায়াসে `সে সেভেন` বলা চলে। আর তাতেই দু`পয়েন্ট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি এসে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মাত্র সাত ওভারে করে দিয়েছিল।
মাত্র ৪২ বলের খেলা! টি টোয়েন্টির জায়গায় যাকে অনায়াসে `সে সেভেন` বলা চলে। আর তাতেই দু`পয়েন্ট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি এসে শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটা মাত্র সাত ওভারে করে দিয়েছিল।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত সাত ওভারে প্রোটিয়ারা তোলে ৭৮ রান। অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় নিয়ে যান। শ্রীলঙ্কা রান তাড়া করতে নেমে কখনই ভাল জায়গায় ছিল না। শেষ অবধি আয়োজকরা ওভারে তোলে মাত্র ৪৬ রান। দুটি দেশই অবশ্য এই গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে।