বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এক গ্রুপে ইতালি, স্পেন

ফিফার মহাকেলেঙ্কারি অধ্যায়ের মাঝেই ২০১৮ বিশ্বকাপে ইউরোপের যোগ্যতাঅর্জনের ড্র হয়ে গেল। ৫২ টি দেশকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করবে। রানার্স দল প্লে অ‍‌ফে খেলে যোগ্যতাঅর্জন করবে।

Updated By: Jul 26, 2015, 10:27 AM IST
বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এক গ্রুপে ইতালি, স্পেন

ওয়েব ডেস্ক: ফিফার মহাকেলেঙ্কারি অধ্যায়ের মাঝেই ২০১৮ বিশ্বকাপে ইউরোপের যোগ্যতাঅর্জনের ড্র হয়ে গেল। ৫২ টি দেশকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করবে। রানার্স দল প্লে অ‍‌ফে খেলে যোগ্যতাঅর্জন করবে।

গ্রুপ অফ ডেথে পড়ে গিয়েছে নেদারল্যান্ডস ও ফ্রান্স।

গ্রুপ এ-তে নেদারল্যান্ডসের সঙ্গে আছে ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ, লুক্সেমবর্গ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের সঙ্গে একই গ্রুপে আছে সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। গতবারের চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপে আছে চেকপ্রজাতন্ত্র, নরওয়ে, নর্থান আয়ারল্যান্ড। গ্রুপ জি-তে একই সঙ্গে আছে স্পেন ও ইতালি।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে ইউরোপ জোনের গ্রুপ বিন্যাস--
গ্রুপ এ- নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া,বেলারুশ, লুক্সেমবর্গ
বি- পর্তুগাল, সুইজারল্যান্ড,হাঙ্গেরি, ফ্যারাও আইসল্যান্ড, লাতভিয়া, অ্যান্ডোরা
সি- জার্মানি, চেকপ্রজাতন্ত্র, নর্থান আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান, সান মারিনো
ডি-ওয়েলশ, অস্ট্রিয়া, সার্বিয়া, আয়ারল্যান্ড, মলদোভা, জর্জিয়া
ই- রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টিনেগ্রো, আর্মেনিয়া, কাজাকাস্তান
এফ-ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্কটল্যান্ড, স্লোভানিয়া, লিথিউনিয়া, মাল্টা
জি-স্পেন, ইতালি, আলবেনিয়া, ইজরায়েল, মাসডোনিয়া, লিচেনস্টাইন
এইচ- বেলজিয়াম, বসনিয়া-হারজেগোবিনিয়া,গ্রিস, ইস্তোনিয়া, সাইপ্রাস
আই- ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, ইউক্রেন, তুর্কি, ফিনল্যান্ড

.