ইউরোজয়ীদের রাজকীয় সম্বর্ধনা
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্প্যানিশ আর্মাডাকে রাজকীয় সম্মান জানালেন স্পেনের রাজা জুয়ান কার্লোস আর তাঁর পরিবার। গত তিন বছরে দুবার ইউরো কাপ আর বিশ্বকাপ জিতেছেন ক্যাসিয়াসরা।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্প্যানিশ আর্মাডাকে রাজকীয় সম্মান জানালেন স্পেনের রাজা জুয়ান কার্লোস আর তাঁর পরিবার। গত তিন বছরে দুবার ইউরো কাপ আর বিশ্বকাপ জিতেছেন ক্যাসিয়াসরা। মাদ্রিদে পৌঁছে স্পেনের রাজার কাছে যান তাঁরা। সেখানেই দলের সমস্ত সদস্যকে সম্মানিত করা হয়।রাজা ব্যক্তিগতভাবে দলের সবাইকে ধন্যবাদ জানান। দলের সব সদস্যের স্বাক্ষরিত টি-শার্ট রাজার হাতে তুলে দেন অধিনায়ক ইকের ক্যাসিয়াস।
অন্যদিকে, ফাইনালে স্পেনের কাছে হেরে গেলেও ইতালি দলকে সম্মানিত করেছেন সেদেশের প্রেসিডেন্ট জিওর্জিও নেপোলিটানো। বিমানবন্দর থেকে সোজা রোমের রাজভবনে চলে যান বালোতোলিরা। সেখানে আজুরিদের বীরের সংবর্ধনা দেওয়া হয়। দলকে সমর্থন করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান কোচ প্রান্দেলি। তাঁর হাতে স্মারক পতাকা আর দলের সব সদস্যের সই করা ফুটবল তুলে দেন আন্দ্রে পিরলো আর বালোতোলি।