মেসির গায়ে থুথু

Updated By: Dec 22, 2015, 12:57 PM IST
মেসির গায়ে থুথু

ওয়েব ডেস্ক: টোকিওর নারিতা বিমানবন্দরে চরম অপমানিত ফুটবলের রাজপুত্র। মেসির গায়ে থুথু ছেটালেন এক আর্জেন্তিনীয় সমর্থক। বিশ্ব ক্লাব ফুটবলের ফাইনালে আর্জেন্তিনার ক্লাব রিভার প্লেটের বিরুদ্ধে গোল করেন মেসি। সেই অপরাধেই মেসির গায়ে থুথু ছেটান ওই সমর্থক। সঙ্গে সঙ্গেই মেসির কাছে ছুটে আসেন মাশরানো ও টিমের ম্যানেজার লুইস এনরিকে।

উল্লেখ্য রিভার প্লেটকে ৩-০ তে হারিয়ে ক্লাব বিশ্বকাপে তৃতীয় বারের জন্য জয় হাসিল করে বার্সেলোনা।   

 

.